Advertisement
Advertisement
Nepal Unrest

‘জনগণের কণ্ঠরোধে বুলেট! ‘ রক্তাক্ত নেপালের জন্য মন কাঁদছে ভূমিকন্যা মনীষা কৈরালার

Manisha Koirala: অশান্ত মাতৃভূমির 'অন্ধকার অধ্যায়ে'র কথা মনীষা কৈরালার কণ্ঠে।

Nepal Unrest: Manisha Koirala Speaks Out on Violence
Published by: Sandipta Bhanja
  • Posted:September 9, 2025 11:48 am
  • Updated:September 9, 2025 6:07 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অশান্ত মাতৃভূমি নেপাল। মুম্বইয়ে বিনিদ্র রজনী কাটাচ্ছেন ভূমিকন্যা মনীষা কৈরালা। জন্মলগ্ন থেকেই যে মেয়ে নেপালের রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, যাঁর রক্তে রাজনীতি, সেই ভূমিকন্যে এবার নেপালের রক্তপাত দেখে স্বাভাবিকভাবেই শান্ত থাকতে পারলেন না! এহেন অগ্নিগর্ভ পরিস্থিতি দেখে মনীষা (Manisha Koirala) বলছেন, “নেপালের জন্য ব্ল্যাক ডে।”

Advertisement

দিন কয়েক ধরেই অশান্ত নেপাল (Nepal Unrest)। নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির বিরুদ্ধে দুর্নীতি-সহ একাধিক অভিযোগ আগে থেকেই ছিল। সম্প্রতি সোশাল মিডিয়া নিষিদ্ধ হওয়ায় সেই বিতর্কযজ্ঞে যেন নতুন করে ঘৃতাহূতি পড়ে! তার পর থেকেই তরুণ প্রজন্মের আন্দোলনে হিমালয়ের কোলের শান্ত রাষ্ট্র কার্যত রণক্ষেত্রে পরিণত হয়েছে। পুলিশ-নিরাপত্তারক্ষী সংঘর্ষে মৃত্যু হয়েছে ২১ জনের। আহতের সংখ্যা কমপক্ষে দুই শতাধিক! এমতাবস্থায় নেপালের প্রধানমন্ত্রী ওলির পদত্যাগের দাবি তুলেছে বিরোধী দলগুলি। যদিও বিপাকে পড়ে সোশাল মিডিয়ার উপর জারি হওয়া নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে ওলি সরকার, তবে ‘বিক্ষোভের আগুন এখনই থামছে না’ বলে পালটা হুঁশিয়ারি দিয়েছে আন্দোলনকারীরা। এমতাবস্থায় মুম্বইয়ে বসেই অশান্ত মাতৃভূমির জন্য মন কাঁদছে মনীষা কৈরালার।

উল্লেখ্য, কাঠমান্ডুতে জন্মগ্রহণকারী মনীষা নেপালি রাজনীতিবিদ প্রকাশ কৈরালার কন্যা। তাঁর দাদা বিশ্বেশ্বর প্রসাদ কৈরালা ১৯৫৯ থেকে ১৯৬০ সাল পর্যন্ত নেপালের প্রধানমন্ত্রী ছিলেন। স্বভাবতই রাজনীতি মনীষার রক্তে। নেপালের মানুষদের নাড়ি তাঁর ভালোই জানা। তাই তো আন্দোলনকারী তরুণদের রক্তে ঝরায় উদ্বেগ, উৎকণ্ঠায় দিন কাটছে অভিনেত্রীর। সোমবার রাতে সোশাল মিডিয়ায় রক্তমাখা বুটজুতোর ছবি শেয়ার করে মনীষা কৈরালা লিখেছেন, ‘দুর্নীতির বিরুদ্ধে ক্ষোভ এবং ন্যায়বিচারের দাবিতে সরব হওয়া জনগণকে বুলেট মারফৎ উত্তর দেওয়া হচ্ছে! আজ নেপালের জন্য ব্ল্যাক ডে।’ অভিনেত্রীর এই পোস্টে সমর্থন জানিয়েছেন নেটভুবনের একাংশ। কেউ বা আবার তাঁকে সরাসরি নেপালের প্রধানমন্ত্রী ওলির কাছে আর্জি জানানোর অনুরোধ রেখেছেন।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ