সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি বলিউডের বাদশা। কোটি কোটি ভক্তের চোখের মণি। হাজারো পুরস্কারের মালিক। তবে এতদিন অধরা ছিল জাতীয় পুরস্কার। এবার সেই সম্মানে ভূষিত শাহরুখ খান। সুপারহিট ‘জওয়ান’ ছবির জন্য কিং খান পেলেন সেরা অভিনেতার পুরস্কার। তবে তিনি একা নন। একরইরকম ভাবে ‘টুয়েলভথ ফেল’ ছবিতে দর্শকদের মন জয় করে যুগ্মভাবে সেরা অভিনেতার পুরস্কার জিতে নিলেন বিক্রান্ত মাসে। সেরা অভিনেত্রী বেছে নেওয়া হয়েছে রানি মুখোপাধ্যায়কে। ‘মিসেস চ্যাটার্জি ভার্সাস নরওয়ে’ ছবির জন্য।
71st National Film Awards 2023 | Best Actor in a Leading Role award shared by Shah Rukh Khan for ‘Jawan’ and Vikrant Massey for ’12th Fail’
Advertisement— ANI (@ANI)
৩৩ বছরের দীর্ঘ কেরিয়ারে অজস্র সুপারহিট ছবি উপহার দিয়েছেন শাহরুখ। কখনও রোম্যান্টিক ‘রাহুল’ হয়ে বলেছেন, ‘কুছ কুছ হোতা হ্যায়।’ আবার কখনও মারকাটারি অ্যাকশনে কাঁপিয়েছেন প্রেক্ষাগৃহ। যদিও বহু অভিনেতার মতোই কেরিয়ারের একটা সময়ে বক্স অফিসে বারবার মুখ থুবড়ে পড়ছিল তাঁর সিনেমা। ‘জিরো’ ছবির পর মাঝে বছর চারেকের বিরতি নেন। আর কামব্যাক করেন একেবারে বাদশার মতোই। ‘পাঠান’, ‘জওয়ান’, ‘ডাঙ্কি’- পরপর সুপারহিট। আর ‘জওয়ানে’র হাত ধরেই এবার এল জাতীয় পুরস্কার। যেন পূর্ণ হল শাহরুখের কেরিয়ারের ষোলো আনা।
৭১তম জাতীয় পুরস্কারের মঞ্চে কিং খানের সঙ্গেই সেরা অভিনেতার পুরস্কার নেবেন বিক্রান্ত মাসেও। ‘টুয়েলভথ ফেল’ ছবিতে এক দরিদ্র পরিবারের ছেলের সাফল্যের কাহিনি নাড়া দিয়েছিল দর্শককে। বিক্রান্তের অনবদ্য অভিনয়ে ভিজেছিল চোখ। তারই পুরস্কার মিলল। এদিকে, ‘মিসেস চ্যাটার্জি ভার্সাস নরওয়ে’তে মায়ের ভূমিকায় অনন্য রানি।
একনজরে দেখে নিন জাতীয় পুরস্কার জয়ীদের তালিকা:
সেরা ফিচার ফিল্ম – টুয়েলভথ ফেল
সেরা অভিনেত্রী – রানি মুখোপাধ্যায় (মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে)
সেরা অভিনেতা- শাহরুখ খান (জওয়ান), বিক্রান্ত মাসে (টুয়েলভথ ফেল)
সেরা পরিচালক- সুদীপ্ত সেন (দ্য কেরালা স্টোরি)
সেরা গায়িকা- শিল্পা রাও, ছলেয়া (জওয়ান)
সেরা গায়ক- পিভিএন এস রোহিত প্রেমিসথুন্না (বেবি)
সেরা পপুলার ফিল্ম- রকি অউর রানি কি প্রেম কাহানি
সেরা সমাজ সচেতনতামূলক সিনেমা- স্যাম বাহাদুর
সেরা বাংলা ছবি- ডিপ ফ্রিজ
সেরা হিন্দি ছবি- কাঠাল: আ জ্যাকফ্রুট
সেরা কোরিওগ্রাফি- ঢিন্ডোরা বাজে রে! (রকি অউর রানি)
সেরা লিরিকস- বালাগাম (ওরু পাল্লেতুরু)
সেরা সঙ্গীত পরিচালনা- ভাতি (তামিল)
সেরা আবহ সঙ্গীত- অ্যানিম্যাল
সেরা মেকআপ- শ্রীকান্ত দেশাই (স্যাম বাহাদুর)
সেরা পোশাকশিল্পী- শচীন লোভালেকর, দিব্যা গম্ভীর, নিধি গম্ভীর (স্যাম বাহাদুর)
সেরা প্রোডাকশন ডিজাইন- এভরিওয়ান ইজ আ হিরো (মোহনদাস)
সেরা সম্পাদনা- পোক্কালাম
সেরা সাউন্ড ডিজাইন- অ্যানিম্যাল
সেরা চিত্রনাট্য- বেবি (তেলুগু)
সেরা সংলাপ- সির্ফ এক বান্দা কাফি হ্যায়
সেরা সিনেম্যাটোগ্রাফি- দ্য কেরালা স্টোরি
সেরা অ্যাকশন পরিচালক- হনু-মান (তেলুগু, স্টান্ট কোরিওগ্রাফি)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.