Advertisement
Advertisement
Nusrat Jahan

‘এটা কি সেই চুরি করা ফ্ল্যাটে শুটিং?’, রিল শেয়ার করেই ভয়ংকর কটাক্ষের শিকার নুসরত

সাংসদ নায়িকা বর্তমানে বাদল অধিবেশনে যোগ দিতে দিল্লিতে পৌঁছেছেন।

MP actress Nusrat Jahan's reel video garners social attraction | sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:August 9, 2023 7:15 pm
  • Updated:August 9, 2023 7:15 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরত জাহানের ফ্ল্যাট কেলেঙ্কারি নিয়ে রাজ্য রাজনীতিতে চাপানউতোর। কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগে এই মুহূর্তে চর্চার কেন্দ্রবিন্দুতে সাংসদ-অভিনেত্রী। সাংবাদিক বৈঠকে ড্যামেজ কন্ট্রোলের পরও তাঁকে নিয়ে বিতর্কের রেশ যেন কিছুতেই শেষ হতে চাইছে না। এবার ‘দেশি গার্ল’ লুকে ভিডিও শেয়ার করেই বিপাকে অভিনেত্রী। ধেয়ে এল একাধিক কটাক্ষবাণ।

Advertisement

প্রসঙ্গত, বসিরহাটের সাংসদ বর্তমানে বাদল অধিবেশনে যোগ দিতে দিল্লিতে পৌঁছেছেন। সেখান থেকেই ট্র্যাডিশনাল সাজে ছবি দিয়েছিলেন নুসরত জাহান। যার জেরে কটাক্ষের মুখে পড়তে হল অভিনেত্রীকে।

ফ্ল্যাট কেলেঙ্কারি নিয়ে যখন শোরগোল তুঙ্গে, তখন দিন কয়েক আগেই স্ত্রী নুসরতের পাশে দাঁড়িয়ে কোটি কোটি টাকা আত্মস্যাৎ করার অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছেন যশ দাশগুপ্ত। সাংসদ নায়িকা বলেছেন, ‘ইডি ডাকবে না…।’ অভিনেত্রীর এমন আত্মবিশ্বাস নিয়ে যখন নেটপাড়ায় চর্চার অন্ত নেই, তখন বুধবার ইনস্টাগ্রামে ট্র্যাডিশনাল সাজে রিল ভিডিও শেয়ার করে কটাক্ষের মুখে নুসরত জাহান।

[আরও পড়ুন: সেন্সরের ছাড়পত্রকে ‘ডোন্ট কেয়ার’! অক্ষয়ের ‘OMG 2’কে দরাজ সার্টিফিকেট সদগুরুর]

কারও মন্তব্য, ‘ম্যাডাম আপনি নিজের সংসদীয় এলাকার জন্য অন্তত কিছু কাজ করুন।’ কারও মন্তব্য, ‘ইডির জয় হোক।’ কেউ বা আবার সাম্প্রতিক ফ্ল্যাট কেলেঙ্কারির প্রসঙ্গ টেনে খোঁচা দিলেন, ‘এই ভিডিওটা কি সেই চুরি করা ফ্ল্যাটে শুট করা?’

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

[আরও পড়ুন: ‘এখন তো সবাই কাপড় খুলে নিয়েছে… নগ্ন’! কঙ্গনার ‘মুভি মাফিয়া’ কটাক্ষে বিস্ফোরক করণ]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement