সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রেক্ষাগৃহে চলছে ‘আদিপুরুষ’। আর ঠিক সেই সময়েই হলের অন্দরে আচমকা হাজির বানর। তুলকালাম কাণ্ড সিনেমাহলে। ভক্তদের ‘জয় শ্রীরাম’ ধ্বনিতে গমগম করে উঠল হল।
পরিচালক ওম রাউত আগেই বলেছিলেন, রাম যেখানে থাকেন, সেখানেই হনুমান বিরাজমান। যার জেরে শুক্রবার ‘আদিপুরুষ’-এর ফার্স্ট ডে ফার্স্ট শোয়ে বজরংবলীর জন্য একটি সিটও বুক করে রাখা হয়। যেখানে হনুমানজি স্বয়ং বসে সিনেমা দেখেন দর্শকদের সঙ্গে! এবার হলে ‘আদিপুরুষ’ চলাকালীনই লম্ফ-ঝম্প করে হাজির ‘বানর মহাশয়’। যে দৃশ্য দেখে ভক্তদের চিত্ত বিগলিত। অতঃপর ‘জয় শ্রীরাম’ ধ্বনি তুলে প্রেক্ষাগৃহ গর্ভ সরগরমও করে তুললেন তাঁরা।
ভাইরাল ওই ভিডিওতে দেখা গেল, স্ক্রিনে তখন রাম প্রভাস। ঠিক সেইসময়েই বানর হলে ঢোকে। এমন ‘ঐশ্বরিক’ মুহূর্তের সাক্ষী থাকলেন উপস্থিত দর্শকরা। সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করার সুযোগও ছাড়লেন না তাঁরা। যা কিনা এবার নেটদুনিয়ায় দাবানল গতিতে ভাইরাল। তবে ঠিক কোন জায়গায় এমন ঘটেছে? সেই খবর এখনও পর্যন্ত মেলেনি। উল্লেখ্য, সিনে সমালোচকদের রিপোর্ট অনুযায়ী, ওপেনিং ডে-তেই প্রায় ৭০ কোটি আয় করে ফেলেছে প্রভাস-কৃতীর ‘আদিপুরুষ’।
Monkey watching adipurush movie
— mandadapuramakrishna dream gamer (@MRKRAMAKRISHNA6)
প্রসঙ্গত, বিগ ফ্রাইডে রিলিজ-এ ট্রেন্ডিং ‘আদিপুরুষ’। প্রেক্ষাগৃহের বাইরে অনুরাগীদের উন্মাদনা একেবারে দেখার মতো। একেকটা হলে ভোর ৪টে থেকে রাখা হয়েছে শো টাইম। প্রেক্ষাগৃহের বাইরে ঝুলছে হাউজফুল বোর্ড। ততোধিক উন্মাদনা প্রভাস ভক্তদের মধ্যে। দেদার আতসবাজি পোড়াচ্ছেন তাঁরা, কোথাও বা ঢোল-তাসা নিয়ে নাচ চলছে। দেশের বিভিন্ন রাজ্যের হলের বাইরে শুক্রবার ঠিক এরকমই খণ্ড খণ্ড চিত্র ধরা পড়ল। বৃহস্পতিবার মধ্যরাত থেকেই উত্তেজনায় ফুটছেন ভক্তরা। এবার হলের ভিতরে বানর দেখে উত্তেজনায় ফুটছেন ভক্তরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.