সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় সিনে জগতে অনবদ্য অবদানের জন্য দাদাসাহেব ফালকে পুরস্কারে সম্মানিত হচ্ছেন মালয়লম মেগাস্টার মোহনলাল। শনিবার কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রকের তরফে তা ঘোষণা করা হয়েছে।
২০২৩ সালের দাদাসাহেব ফালকে সম্মানে সম্মানিত হচ্ছেন দক্ষিণী মেগাস্টার মোহনলাল। এক্স হ্যান্ডেলের পোস্টে তথ্য সম্প্রচার মন্ত্রকের তরফে জানানো হয়েছে, অভিনেতার এই সম্মান প্রাপ্তির কথা। অভিনেতাকে এদিন শুভেচ্ছা জানিয়েছিলেন নরেন্দ্র মোদিও। এক্স হ্যান্ডেলে মোহনলালের সঙ্গে অতীত ছবি শেয়ার করে প্রধানমন্ত্রী লিখেছেন, “মোহনলাল একজন বহুমুখী প্রতিভার অধিকারী। বিগত কয়েক দশক ধরে নিজের কাজের মাধ্যমে দর্শককে সমৃদ্ধ করেছেন। মালায়ালাম সিনেমার পাশাপাশি তেলেগু, তামিল, কন্নড় এবং হিন্দি ছবিতেও অসাধারণ অভিনয় করেছেন। কেরালার সংস্কৃতির প্রতিও তাঁর গভীর অনুরাগ। বিভিন্ন মাধ্যমে তাঁর এই অভিনয় প্রতিভা সত্যিই অনুপ্রেরণা জোগায়।” প্রধানমন্ত্রীর শুভেচ্ছাবার্তায় আপ্লুত অভিনেতা ধন্যবাদ জানালেন এদিন প্রধানমন্ত্রীকে। এদিন এক্স হ্যান্ডলে অভিনেতা লেখেন, ‘দাদাসাহেব ফালকে পুরস্কারে সম্মানিত হতে পেরে আমি সত্যিই আপ্লুত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির থেকে এই শুভেচ্ছাবার্তা পেয়ে আমি আপ্লুত। আমার এই সুদীর্ঘ ফিল্মি কেরিয়ারের এই জার্নিতে যাঁদের ভালোবাসা আমি পেয়েছি তাঁদের প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ।
I am deeply humbled and profoundly honored to receive The Dadasaheb Phalke Award. My heartfelt gratitude to Hon’ble Prime Minister Narendra Modi Ji for your kind words and blessings, they fill me with encouragement and joy. I remain ever indebted to the art of cinema and to all…
— Mohanlal (@Mohanlal)
উল্লেখ্য, এর আগে সেরা অভিনেতা হিসেবে দু’বার জাতীয় পুরষ্কার পেয়েছেন মোহনলাল। সাড়ে চার দশকেরও বেশি সময় ধরে দর্শককে নিজের অভিনয়গুণে মুগ্ধ করে এসেছেন তিনি। তাঁর প্রতিদ্বন্দ্বী তিনি নিজেই। কেরল থেকে তামিল, তেলেগু, কন্নড় এবং হিন্দি সিনেমার পর্দায় সাড়ে তিনশোর বেশি চরিত্রকে জীবন্ত করে তুলেছেন মোহনলাল। তাঁর অভিনয়, সিনেমা বর্তমান প্রজন্মের কাছে ব্যাকরণসম। মালয়ালম সিনেইন্ডাস্ট্রির সেই মেগাস্টারকেই এবার ভারতীয় সিনেদুনিয়ার সর্বোচ্চ সম্মানে সম্মানিত করা হচ্ছে। সহকর্মী থেকে অনুরাগীদের কাছে তিনি প্রিয় ‘লালেত্তান’।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.