Advertisement
Advertisement
Mithun Chakraborty

‘অভিনেত্রীকে বিয়ে নয়’, প্রেমের ব্যাপারে বাবাকে অনুকরণে রাজি নয় মিঠুনপুত্র নামাসি!

আর কী বললেন নামাসি?

Mithun's Son Namashi Makes BIG Revelation| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:April 8, 2023 10:58 am
  • Updated:April 8, 2023 10:59 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘ব্যাড বয়’ ছবি থেকেই বলিউডে পা দিতে চলেছেন মিঠুন চক্রবর্তীর ছোট ছেলে নামাসি চক্রবর্তী। ইতিমধ্য়েই বলিউডের নজর কেড়েছেন নামাসি। নানা সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে নিজের অভিনেতা হয়ে ওঠার সফরের গল্পও বলছেন নামাসি।

Advertisement

সম্প্রতি এমনই এক সাক্ষাৎকারে নামাসি জানালেন, ”কোনও অভিনেত্রীর সঙ্গেই প্রেম করব না। বিয়েও নয়। কেননা, সংসারে সব সময় সিনেমা নিয়ে কথা হোক, সেটা একেবারেই চাই না”।

[আরও পড়ুন: শুটিং হয়েছিল ‘রাম সেতু’র, ভেঙে দেওয়া হল মুম্বইয়ের ‘অবৈধ’ স্টুডিও, উচ্ছ্বসিত বিজেপি ]

এক সময়কার বলিউড অভিনেত্রী যোগিতা বালির সঙ্গে বিয়ে করেন মিঠুন। যোগিতা ও মিঠুনের পুত্রই নামাসি। তবে অভিনয়ের দিক থেকে বাবার পথ অনুসরণ করলেও, বিয়ের ব্য়াপারে বাবাকে অনুকরণ করবেন না তিনি, তা স্পষ্ট জানিয়েছেন নামাসি।

অন্যদিকে, নামাসির কথায়, ”অভিনেতা যে হব, তা প্রথম থেকেই ঠিক ছিল। মা বলে, আমার জন্ম হওয়ার পর হাসপাতালের নার্স বলেছিল অভিনেতা হয়েছে। সবই আসলে ভাগ্য। আগে থেকেই লেখা ছিল আমি অভিনেতা হব।”

[আরও পড়ুন:  মুক্তি পেতেই ঝড় তুলল পুষ্পার সিক্যুয়েলের টিজার! ভাইরাল আল্লু অর্জুনের ‘ঐশ্বরিক’ লুকও]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement