সোমনাথ রায়, নয়াদিল্লি: দিল্লিতে ইডির সদর দপ্তরে মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। বেটিং অ্যাপ মামলায় তৃণমূলের প্রাক্তন তারকা সাংসদকে তলব করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই তলবে সাড়া দিয়ে সোমবার সকাল ১০টা ৪০ মিনিট নাগাদ ইডি দপ্তরে পৌঁছন তিনি। সাদা ওভারসাইজ শার্ট এবং জিনস পরে ইডির সদর দপ্তরে পৌঁছন তিনি। হাতে ছিল বেশ কিছু নথিপত্র। হাসিমুখেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দপ্তরে পৌঁছতে দেখা যায় অভিনেত্রীকে।
সূত্রের খবর, রবিবারই ইডির তলব পান মিমি। এরপর X হ্যান্ডেলে সুকৌশলে সিবিআইকে তোপ দাগেন, তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি বলেন, “আইন আইনের পথে চলবে।”
মিমিকে ইডির নোটিস।
আইন আইনের পথে চলবে। নোটিস নিয়ে আমি বলার কেউ নই।
তবে রক্তবীজ 2 ছবির প্রমোশনে সাহায্য করার জন্য বাংলা ছবির দর্শকের তরফ থেকে এজেন্সিকে ধন্যবাদ। শিবুরা তো ইভেন্টের জন্য নানা সংস্থাকে নামিয়েছে। কে জানে বাবা কার কী কৌশল!
ছবি সুপারহিটের পর মিমিও ওদের ধন্যবাদ দেবে।— Kunal Ghosh (@KunalGhoshAgain)
প্রসঙ্গত, গত বছর থেকে এই অবৈধ বেটিং অ্যাপে প্রচারের অভিযোগে বহু বলিউড, দক্ষিণে সিনেতারকাদের পাশাপাশি ক্রিকেটারদের নামও চর্চার শিরোনামে এসেছে। সূত্রের খবর, সেই তালিকাতেই রয়েছেন মিমি (Mimi Chakraborty) এবং অঙ্কুশও। জানা গিয়েছে, নিষিদ্ধ অনলাইন বেটিং অ্যাপ প্ল্যাটফর্মের প্রচার নিয়ে ইডির চলতি তদন্তের প্রক্রিয়া হিসেবেই তারকাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সেই প্রেক্ষিতেই অঙ্কুশকেও ইডির দপ্তরে হাজিরা দিতে হবে, বলে খবর। অবৈধ বেটিং অ্যাপ প্রচারের জেরে এযাবৎকাল বলিউড এবং দক্ষিণী সিনেইন্ডাস্ট্রির একাধিক তারকাকে আইনি গেরোয় পড়তে হয়েছে। সেই তালিকায় যেমন বিজয় দেবেরাকোন্ডা, রানা ডাগ্গুবতী, প্রকাশ রাজ রয়েছেন, তেমনই হরভজন সিং, উর্বশী রাওতেলা, সুরেশ রায়নার নামও রয়েছে। গত জুন মাসেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে বয়ান রেকর্ড করেছেন সুরেশ, হরভজন-সহ একাধিক তারকা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.