Advertisement
Advertisement
B Saroja Devi

বলিউডে দিলীপ কুমারের সঙ্গে কাজ, ২০০-র বেশি ছবিতে অভিনয়, প্রয়াত দক্ষিণী অভিনেত্রী সরোজাদেবী

বেঙ্গালুরুতে নিজের বাড়িতেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

Legendary multilingual actor B Saroja Devi died
Published by: Sayani Sen
  • Posted:July 14, 2025 12:36 pm
  • Updated:July 14, 2025 1:24 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইহলোক ছেড়ে অমৃতলোকের পথে পাড়ি দিলেন দক্ষিণী অভিনেত্রী বি সরোজাদেবী। সোমবার সকালে বেঙ্গালুরুতে নিজের বাড়িতেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। জানা গিয়েছে, বয়সজনিত অসুস্থতায় ভুগছিলেন বর্ষীয়ান অভিনেত্রী। ফের নক্ষত্রপতনে শোকস্তব্ধ দক্ষিণী সিনেজগৎ।

Advertisement

তারকা রাজনীতিক খুশবু সুন্দর X হ্যান্ডলে অভিনেত্রীর মৃত্যুর খবর জানান। তিনি লেখেন, “সিনেমার স্বর্ণালী যুগ অবসানের পথে। সরোজাদেবী আম্মা সবসময়ই সেরা ছিলেন। দক্ষিণের আর কোনও অভিনেত্রী তাঁর মতো নাম, যশ পাননি। কী মায়া ভরা ছিলেন তিনি। তাঁর সঙ্গে খুবই ভালো সম্পর্ক ছিল। তাঁর সঙ্গে আর দেখা না হলে আমার বেঙ্গালুরু সফর অসম্পূর্ণই থেকে যাবে। আমি যখন চেন্নাইতে থাকতাম উনি ফোন করতেন। খুব অভাববোধ করব। আত্মার শান্তিকামনা করি।”

মাত্র ১৭ বছর বয়সে কন্নড় সিনেদুনিয়ায় অভিষেক সরোজাদেবীর। ১৯৫৫ সালে ‘মহাকবি কালীদাস’ ছবির মাধ্যমে জনপ্রিয়তা পান তিনি। প্রথম ছবিতে জাতীয় পুরস্কারও পান অভিনেত্রী। তারপর একের পর এক ছবিতে দর্শকদের মন জয় করেন তিনি। ১৯৬৭ সালে সাংসারিক জীবনে পা রাখেন অভিনেত্রী। তাঁর স্বামী শ্রী হর্ষ পেশায় ইঞ্জিনিয়ার। অন্য পেশার মানুষ হলেও স্ত্রীকে প্রতি মুহূর্তে কাজের উৎসাহ জুগিয়েছেন স্বামী। বিনোদুনিয়ায় তারপর একের পর এক সাড়া জাগানো কাজ করেছেন দক্ষিণী অভিনেত্রী। হিন্দি, তামিল, তেলুগু, কন্নড় মিলিয়ে দু’শোর বেশি ছবিতে কাজ করেছেন। বি-টাউনে দিলীপ কুমার, শাম্মি কাপুরের মতো অভিনেতাদের সঙ্গে কাজ করেছেন। দিলীপ কুমারের সঙ্গে অত্যন্ত সুসম্পর্ক ছিল তাঁর। অভিনেত্রী হিসাবে বিনোদুনিয়ায় টিকে থাকার নানা টিপস সরোজাদেবীকে দিতেন দিলীপ কুমার। ‘বাধ্য ছাত্রী’র মতো সে টিপস শুনে জীবনের পথে এগিয়ে চলতেন অভিনেত্রী। ৮৭ বছর বয়সি অভিনেত্রীর মৃত্যুতে ভেঙে পড়েছেন বিনোদুনিয়ার অনেকে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement