Advertisement
Advertisement
Filmfare Award

ফিল্মফেয়ারে ‘লাপতা লেডিজ’-এর ঝুলিতে ১৩ পুরস্কার, সেরা অভিনেত্রী আলিয়া, আর কে কী পেলেন?

দেখে নিন এই বছর ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে বিভিন্ন বিভাগে জয়ীদের তালিকা।

Laapataa Ladies sets new record with 13 wins; Alia got best actress in 70th filmfare
Published by: Arani Bhattacharya
  • Posted:October 12, 2025 12:29 pm
  • Updated:October 12, 2025 1:56 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শনিবার আহমেদাবাদের কাঁকারিয়া লেকের একে এরিনায় আয়োজিত হল ৭০তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠান। এদিন এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বসেছিল চাঁদের হাট। সঞ্চালকের ভূমিকায় ছিলেন বলিউডের বাদশা শাহরুখ খান। এছাড়াও ছিলেন করণ জোহর ও মণীশ পল প্রমুখ। এই বছর ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে  একাধিক বিভাগে পুরস্কার জিতে নিয়েছে ছবি ‘লাপতা লেডিজ’। মোট ১৩টি পুরস্কার জিতেছে এই ছবি। এছাড়াও সেরা অভিনেতা বিভাগে যৌথভাবে পুরস্কার জিতেছেন অভিষেক বচ্চন তাঁর ‘আই ওয়ান্ট টু টক’ ছবির জন্য ও কার্তিক আরিয়ান তাঁর ‘চান্দু চ্যাম্পিয়ন’ ছবির জন্য। ‘জিগরা’ ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন আলিয়া ভাট। দেখে নিন এই বছর ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে বিভিন্ন বিভাগে জয়ীদের তালিকা।

Advertisement

 

সেরা অভিনেতা- অভিষেক বচ্চন (আই ওয়ান্ট টু টক), কার্তিক আরিয়ান (চান্দু চ্যাম্পিয়ন)
সেরা অভিনেত্রী- আলিয়া ভাট (জিগরা)
সেরা অভিনেতা (ক্রিটিকস অ্যাওয়ার্ড)- রাজকুমার রাও (শ্রীকান্ত)
সেরা অভিনেত্রী (ক্রিটিকস অ্যাওয়ার্ড)- প্রতিভা রান্তা (লাপতা লেডিজ)
সেরা পার্শ্ব অভিনেতা- রবি কিষাণ (লাপতা লেডিজ)
সেরা পার্শ্ব অভিনেত্রী- ছায়া কদম (লাপতা লেডিজ)
সেরা ছবি (ক্রিটিকস) – আই ওয়ান্ট টু টক (সুজিত সরকার)
সেরা অভিনেত্রী (ডেবিউ)- নীতাংশি গোয়েল (লাপতা লেডিজ)
সেরা অভিনেতা (ডেবিউ)- লক্ষ্য (কিল)
সেরা পরিচালক (ডেবিউ)- কুণাল খেমু (মাডগাঁও এক্সপ্রেস), আদিত্য সুহাস জাম্ভলে (আর্টিকল ৩৭০)
সেরা কাহিনি- আদিত্য ধর ও মোনাল ঠক্কর (আর্টিকল ৩৭০)
সেরা সংলাপ- স্নেহা দেশাই (লাপতা লেডিজ)
সেরা মিউজিক অ্যালবাম- রাম সম্পাত (লাপতা লেডিজ)
সেরা লিরিক্স- প্রশান্ত পাণ্ডে (লাপতা লেডিজ)
সেরা গায়ক- অরিজিৎ সিং (লাপতা লেডিজ)
সেরা গায়িকা- মধুবন্তী বাগচি (স্ত্রী ২)
সেরা ছবি- লাপতা লেডিজ
সেরা পরিচালক- কিরণ রাও (লাপতা লেডিজ)
সেরা ব্যাকগ্রাউন্ড স্কোর- রাম সম্পাত (লাপতা লেডিজ)
সেরা সাউন্ড ডিজাইন- সুভাষ সাহু (কিল)
সেরা ভিএফএক্স- রিডিফাইন (মুঞ্জা)
সেরা কোরিওগ্রাফি- বস্কো সিজার ( ব্যাড নিউজ, তওবা তওবা)
সেরা সম্পাদনা- শিবকুমার ভি পানিকার (কিল)
সেরা পোশাক- দর্শন জালান (লাপতা লেডিজ)
সেরা প্রোডাকশন ডিজাইন- ময়ূর শর্মা (কিল)
সেরা সিনেমাটগ্রাফি- রাফে মহম্মদ (কিল)
লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড- জিনাত আমন ও শ্যাম বেনেগাল
সঙ্গীতে প্রতিভাশালীদের জন্য আর ডি বর্মন অ্যাওয়ার্ড- অচিন্ত্য ঠক্কর (জিগরা ও মিস্টার অ্যান্ড মিসেস মাহি)

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ