Advertisement
Advertisement
Kim Kardashian

OMG! ক্যামেরার সামনে সম্পূর্ণ নগ্ন হয়ে পোজ দিলেন কিম কার্দাশিয়ান!

কেন এমন পোস্ট মার্কিন তারকার?

Kim Kardashian pots bold picture on Instagram | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:March 1, 2021 4:14 pm
  • Updated:March 1, 2021 6:08 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্যামেরার সামনে সম্পূর্ণ নগ্ন হয়ে পোজ দিলেন মার্কিন রিয়ালিটি তারকা কিম কার্দাশিয়ান (Kim Kardashian)। নিজের বিউটি প্রোডাক্ট স্কিমসের (SKIMS) জন্য বিশেষ এই ফটোশুট করেছেন তিনি। পিঠ পর্যন্ত নেমে আসা খোলা চুলেই বসেছেন ক্যামেরার সামনে। গায়ে এক টুকরো সুতো পর্যন্ত নেই। গোটা শরীরেই নিজের সংস্থার ন্যুড মেকআপ ব্যবহার করেছেন।

Advertisement

৪০ বছরের কিমের জন্ম লস অ্যাঞ্জেলসে। সেখানেই বেড়ে ওঠা। হলিউড তারকা প্যারিস হিলটনের সঙ্গে বন্ধুত্বের সৌজন্যে প্রথম প্রচারের আলোয় আসেন তিনি। এরপর প্রাক্তন প্রেমিক রে জে’র সঙ্গে তাঁর একটি ‘সেক্স টেপ’ ভাইরাল হয়ে যায়। তাতেই টিনসেল টাউনে আরও জনপ্রিয়তা পান কিম। এরপর পরিবার সমেত শুরু করেন ‘কিপিং আপ উইথ দ্য কার্দাশিয়ানস’ (Keeping Up with the Kardashians)। তার মাধ্যমেই জনপ্রিয়তার শিখরে পৌঁছন।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

[আরও পড়ুন: এবার ভোটে জিতবে কে? ‘ঘুষ’ নিয়ে বলেই দিলেন মীর]

অভিনয়, মডেলিং, রিয়ালিটি শোয়ের পাশাপাশি নিজের বিউটি প্রোডাক্টের কোম্পানিও খোলেন কিম। এর আগেও নিজের সংস্থার সামগ্রী প্রচার করতে ক্যামেরার সামনে বোল্ড লুকে দেখা গিয়েছে তাঁকে।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

ইদানীং ব়্যাপার কেনি ওয়েস্টের সঙ্গে ডিভোর্সের মামলা নিয়ে চর্চায় রয়েছেন কিম। সাত বছরের বিবাহিত সম্পর্কে চার সন্তান রয়েছে দুই তারকার। গত বছরের ফেব্রুয়ারি মাসে প্রথম ডিভোর্সের রটনা শোনা যায়। অল্প সময়েই রটনা ঘটনায় প্রমাণিত হয়। কেনি ওয়েস্টকে ডিভোর্সের নোটিস পাঠান কিম। মতপার্থক্যের জেরেই বিয়ে ভাঙার সিদ্ধান্ত। এমনটাই নাকি ডিভোর্সের নোটিসে উল্লেখ করেছেন মার্কিন তারকা।

[আরও পড়ুন: আরও বিপাকে কঙ্গনা! অভিনেত্রীর বিরুদ্ধে জারি গ্রেপ্তারি পরোয়ানা]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ