Advertisement
Advertisement
Katrina Kaif Vicky Kaushal

আর জল্পনা নয়, সত্যিই মা হচ্ছেন ক্যাটরিনা! বড়দিনের আগেই দুই থেকে ‘তিন’ হচ্ছে ভিকির পরিবার

কবে আসছে ভিকি-ক্যাটরিনার সংসারে প্রথম সন্তান?

Katrina Kaif, Vicky Kaushal Are Expecting Their First Child: Report
Published by: Sandipta Bhanja
  • Posted:September 15, 2025 3:20 pm
  • Updated:September 15, 2025 3:33 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরনে সাদা ঢিলেঢালা কোঅর্ড সেট। টাইট করে বাঁধা পনিটেল। মেকআপের লেশমাত্র নেই! মাস্কে ঢাকা মুখ। ধীর গতিতে অতি সন্তপর্ণে বোটের সিঁড়ি বেয়ে উঠছেন ক্যাটরিনা কাইফ। আর বোটে ওঠা পর্যন্ত রাস্তায় স্ত্রীকে আগলে রেখেছেন ভিকি কৌশল। গত জুলাই মাসেই তারকাদম্পতির এহেন ক্যামেরাবন্দি দৃশ্য ক্যাটরিনার মা হওয়ার গুঞ্জনকে উসকে দিয়েছিল। মাস দুয়েক যেতে না যেতেই এবার সেই জল্পনাযজ্ঞে ঘৃতাহূতি পড়ল কৌশল পরিবারের ঘনিষ্ঠ জনৈকর মন্তব্য!

Advertisement

খবর, প্রথম সন্তানের অপেক্ষায় ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশল। আর মাত্র মাস দেড়েকের অপেক্ষা, তার পরই কৌশল পরিবারের নতুন সদস্য আসছে। ঘনিষ্ঠ সূত্র মারফৎ জানা গিয়েছে, চলতি বছর অক্টোবর মাসের শেষের দিকে কিংবা নভেম্বর মাসের গোড়ার দিকে সন্তানের জন্ম দিতে চলেছেন ক্যাটরিনা কাইফ। যদিও তারকাদম্পতির তরফে আনুষ্ঠানিকভাবে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি, তবে ভিকি-ক্যাটরিনার বিয়ের প্রসঙ্গে টেনে একপক্ষের মত, এবারও কাকপক্ষীতে টের পেতে দেননি তাঁরা। কিন্তু পাপারাজ্জিদের ক্যামেরাকে ফাঁকি দেওয়া কি অতই সহজ? গত জুলাই মাসে ভিকি-ক্যারিনার আলিবাগে ছুটি কাটাতে যাওয়ার আগে যে দৃশ্য লেন্সবন্দি করেছিলেন তাঁরা, সেসময়েই অভিনেত্রীর মা হওয়ার জল্পনা তুঙ্গে ওঠে। উপরন্তু মাসখানেক ধরেই লাইমলাইট, ক্যামেরার অন্তরালে ক্যাটরিনা কাইফ। শাশুড়ির সঙ্গে মহাকুম্ভে পুণ্যস্নানের পর আর তাঁকে দেখা যায়নি! অন্তঃসত্ত্বা হওয়ার কারণেই কি জনসমক্ষে কম আসছেন অভিনেত্রী? কৌতূহল সর্বত্র।

Katrina Kaif shares Karwa Chauth moment with mother-in-law
ছবি : ইনস্টাগ্রাম

ভিকি-ক্যাটরিনার সংসারে কবে আসছে কবে প্রথম সন্তান? বলিউড মাধ্যম সূত্রে খবর, এবারের বড়দিনটা ‘খুদে কৌশল’কে সঙ্গে নিয়েই কাটাবেন তারকাদম্পতি। জানা গিয়েছে, মা হওয়ার পর কাজ থেকেও দীর্ঘ বিরতি নিতে চলেছেন ক্যাটরিনা। যদিও বিয়ের পর সিনেমা নির্বাচনের ক্ষেত্রেও অনেকটা সচেতন হয়ে উঠেছেন তিনি। পর্দাতেও তাঁকে তুলনামূলক কম দেখা যায়। এবার খবর, কৌশলদের বউমা ক্যাট সুন্দরী আপাতত মাতৃত্বের ইনিংসকেই উপভোগ করতে চান।

প্রসঙ্গত, রণবীর-দীপিকা হোক কিংবা রণবীর-আলিয়া থেকে বরুণ-নতাশা, বলিউডের বর্তমান প্রজন্মের তারকাদম্পতিদের প্রায় সকলেই মা-বাবা হিসেবে জীবনের নতুন ইনিংস উপভোগ করছেন। সেই প্রেক্ষিতে ভিকি-ক্যাটরিনা অনুরাগীদেরও প্রত্যাশা বেড়েছিল। তাদের আবদার ছিল, মিষ্টি সেলেব দম্পতির সংসারে এবার খুদে অতিথি আসুক। এর আগে যদিও ক্যাটরিনার মা হওয়ার জল্পনা শোনা গিয়েছিল, তবে এবার অনুরাগীদের ইচ্ছেপূরণ হতে চলেছে!

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement