Advertisement
Advertisement
Katrina Kaif

ক’দিন পরই হবেন মা, স্ফীতোদর নিয়ে বিজ্ঞাপনী শুটে ক্যাটরিনা! ভাইরাল ছবি

ক্যাটরিনা কাইফের 'ম্যাটারনিটি শুটে'র ছবি ফাঁস!

Katrina Kaif To Announce Pregnancy Soon? Baby Bump Photo Goes Viral
Published by: Sandipta Bhanja
  • Posted:September 20, 2025 6:41 pm
  • Updated:September 20, 2025 6:41 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরনে চেরি রঙের পোশাক। চোখেমুখে মাতৃত্বকালীন জৌলুস। খোলা চুলে ক্যামেরার সামনে পোজ দিতে ব্যস্ত ক্যাটরিনা কাইফ। পোশাকের অন্তরালে উঁকি দিচ্ছে অভিনেত্রীর স্ফীতোদর। এমন একটি ছবিই বর্তমানে নেটপাড়ার আতসকাচে!

Advertisement

বলিউড মাধ্যম সূত্রে খবর, অন্তঃসত্ত্বা ক্যাটরিনার এই ছবি কোনও এক বিজ্ঞাপনী শুটের। সেখান থেকেই ফাঁস হয়েছে। যদিও এই নিয়ে দ্বিমত রয়েছে। একাংশের দাবি, অভিনেত্রী আদতে মাতৃত্বকালীন শুটে ব্যস্ত। তবে ক্যাটরিনা যে আখেরেই অন্তঃসত্ত্বা, এই বিষয়ে আর কোনও দ্বিমত নেই। মাসখানেক ধরেই বলিউডের অন্দরে ক্যাটরিনা কাইফের মা হওয়ার গুঞ্জন। সম্প্রতি সেই জল্পনাযজ্ঞে ঘৃতাহূতি পড়ে কৌশল পরিবারের এক ঘনিষ্ঠের মন্তব্যে। জানা গিয়েছে, অভিনেত্রীর গর্ভাবস্থার চূড়ান্ত পর্যায় চলছে। অক্টোবর মাসেই ভিকি-ক্যাটরিনার সংসার আলো করে জন্ম নেবে প্রথম সন্তান। যদিও পরিবারের তরফে এখনও মুখে কুলুপ! তবে এই ঘনিষ্ঠ সূত্র মারফৎ জানা গেল, অক্টোবর মাসের ১৫ তারিখ থেকে ৩০ তারিকের মধ্যে ডেলিভারি ডেট দেওয়া হয়েছে চিকিৎসকের তরফে। তবে ভিকি-ক্যাটরিনা বিষয়টি নিয়ে কোনওরকম মুখ খুলতে চাইছেন না। সন্তান ভূমিষ্ঠ হলেই আনুষ্ঠানিকভাবে খুশির খবর ঘোষণা করবেন।


by in

গত জুলাই মাসে ভিকি-ক্যারিনার আলিবাগে ছুটি কাটাতে যাওয়ার আগে যে দৃশ্য লেন্সবন্দি করেছিলেন পাপারাজ্জিরা, সেসময়েই অভিনেত্রীর মা হওয়ার জল্পনা তুঙ্গে ওঠে। পরনে সাদা ঢিলেঢালা কোঅর্ড সেট। টাইট করে বাঁধা পনিটেল। মেকআপের লেশমাত্র নেই! মাস্কে ঢাকা মুখ। ধীর গতিতে অতি সন্তপর্ণে বোটের সিঁড়ি বেয়ে উঠছেন ক্যাটরিনা কাইফ। আর বোটে ওঠা পর্যন্ত রাস্তায় স্ত্রীকে আগলে রেখেছেন ভিকি কৌশল। এহেন ক্যামেরাবন্দি দৃশ্য ক্যাটরিনার মা হওয়ার গুঞ্জন উসকে দিয়েছিল। মাস দুয়েক যেতে না যেতেই সম্প্রতি সেই জল্পনায় সিলমোহর বসিয়েছে তারকাদম্পতি ঘনিষ্ঠ জনৈক। আর মাত্র একমাসের অপেক্ষা, তার পরই কৌশল পরিবারের নতুন সদস্য আসছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ