Advertisement
Advertisement
Kartik Aaryan

পাকিস্তানি রেস্তরাঁয় স্বাধীনতা দিবস উদযাপনে কার্তিক আরিয়ান? নিষেধাজ্ঞা সিনে সংগঠনের

ঠিক কী ঘটেছিল?

Kartik Aaryan Says He's "Not Associated" With Event Organised By Pakistani Restaurant
Published by: Arani Bhattacharya
  • Posted:August 3, 2025 7:02 pm
  • Updated:August 3, 2025 7:02 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আচমকাই বলিউডের জনপ্রিয় অভিনেতা কার্ত্তিক আরিয়ানের বিরুদ্ধে পাকিস্তানের স্বাধীনতা দিবস উদযাপনের অনুষ্ঠানে যোগ দেওয়ার খবর ছড়িয়ে পড়ে। এর পরেই রীতিমতো নানা কটাক্ষের মুখে পড়েন কার্তিক। অভিনেতাকে সতর্ক করতে পদক্ষেপ করে ফেডারেশন অফ ওয়েস্টার্ন সিনে এমপ্লয়িজ বা সিনে সংগঠন।

Advertisement

ঠিক কী ঘটেছিল? জানা যাচ্ছে, হঠাৎই রটে যে আমেরিকায় আয়োজিত আগামী ১৫ আগস্ট স্বাধীনতা দিবসের একটি অনুষ্ঠান জশন-এ-আজাদি’তে যোগ দেওয়ার কথা ছিল কার্তিকের। এবং সেই অনুষ্ঠান সেখানে যে রেস্তরাঁয় হওয়ার কথা ছিল তা নাকি এক পাকিস্তানের বাসিন্দার মালিকানাধীন। এই খবর পাওয়ার পরেই নড়েচড়ে বসে সিনে সংগঠন। অভিনেতাকে সাবধান করা হয় এবং নির্দেশ দেওয়া হয় তিনি যেন ওই অনুষ্ঠানে কোনওভাবেই যোগ না দেন। সিনে সংগঠনের তরফে অভিনেতাকে পাঠানো চিঠিতে লেখা হয়, ‘এটি একটি অত্যন্ত স্পর্শকাতর একটি বিষয়। আমাদের কাছে এই সম্পর্কিত খবর এসেছে যে আপনি আমেরিকার হিউস্টনে ভারতের স্বাধীনতা দিবসের একটি অনুষ্ঠানে যোগ দিতে চলেছেন। আপনি একজন দায়িত্ববান শিল্পী। আপনার অসংখ্য অনুরাগী। আপনাকে আমরা এই অনুষ্ঠান সম্পর্কে জানাতে চাই যে ঐ সংশ্লিষ্ট অনুষ্ঠানটি যে রেস্তরাঁয় আয়োজিত হতে চলেছে তা এক পাকিস্তানি নাগরিকের। তাই এই অনুষ্ঠানে আপনি যোগদান করবেন না।”

এরপর কার্তিকের সহযোগী দলের তরফে যদিও জানানো হয়েছে যে, অভিনেতার নাকি এমন কোনও অনুষ্ঠানে যোগ দেওয়ার কোনও পরিকল্পনা ছিল না। এমনকি তিনি এমন যোগদানের বিষয়েও কোথাও কিছু ঘোষণা করেননি। এমন ভুয়ো খবর ছড়িয়ে পড়ার পর কার্তিকের সহযোগী দলের তরফে সংশ্লিষ্ট অনুষ্ঠানের আয়োজকদের সঙ্গে যোগাযোগ করে কার্তিকের নাম করে এই প্রচার চালানো বন্ধ করতে বলা হয়। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ