সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করিশ্মার কাপুরের প্রাক্তন স্বামী তথা শিল্পপতি সঞ্জয় কাপুরের মৃত্যুর পর থেকে তাঁর তিরিশ হাজার কোটির সম্পত্তি নিয়ে করিশ্মা কাপুর ও প্রিয়া সচদেবের মধ্যেকার তরযা যেন থামছেই না। সম্পত্তির দলিল নিয়ে একাধিক জটিলতা তৈরি হয়েছে। এমনকি সঞ্জয়ের সমস্ত সম্পত্তি আত্মসাৎ করতে চাইছেন তাঁর তৃতীয় স্ত্রী প্রিয়া সচদেব এমন অভিযোগ এনেছেন সঞ্জয়ের মা এবং বোনও। এবার ফের নতুন অভিযোগ উঠছে এই সম্পত্তির দলিল নিয়ে।
জানা যাচ্ছে, সঞ্জয়ের সম্পত্তির দলিলে সাম্প্রতিককালে ধরা পড়েছে বেশ কিছু অসঙ্গতি। যা থেকে ধারণা করা হচ্ছে করিশ্মার সন্তানদের তাঁদের বাবার সম্পত্তি থেকে বঞ্চিত করতেই নাকি একাধিক ভুলভ্রান্তি রয়েছে দলিল জুড়ে। করিশ্মার ছেলে কিয়ানের নামের বানান একাধিক জায়গায় ভুল রয়েছে এবং মেয়ে সামাইরার বাড়ির ঠিকানাও সঠিক নয়। এখান থেকেই করিশ্মার দুই সন্তানের আইনজীবী মহেশ জেঠমলানি দাবি করেন তাঁর মক্কেলকে তাঁদের প্রাপ্য থেকে বঞ্চিত করতেই এই দলিল বানানো হয়েছে এবং এই দলিল কোনওভাবেই সঞ্জয় করতে পারেন না বলে তিনি দাবি করেছেন। একইসঙ্গে তিনি এও বলেছেন যে, এই সবকিছুই করেছেন প্রিয়া সচদেব।
উল্লেখ্য, ১২ জুন প্রয়াত হয়েছেন বিশিষ্ট শিল্পপতি তথা প্রাক্তন কাপুর জামাই সঞ্জয় কাপুর। মৃত্যুর সময় লন্ডনেই ছিলেন সঞ্জয় কাপুর। গত ১২ জুন, সেখানে পোলো খেলছিলেন তিনি। আচমকা তাঁর মুখের ভিতর মৌমাছি ঢুকে যায়। মুহূর্তের মধ্যে অঘটন। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় করিশ্মার প্রাক্তন স্বামীর। আইনি জটিলতায় দেহ দিল্লিতে ফিরতে বেশ খানিকটা সময় লেগে যায়। অবশেষে ১৯ জুন সঞ্জয়ের দেহ ফেরে রাজধানীতে। সঞ্জয়ের মৃত্যুর পর থেকেই সম্পত্তি নিয়ে জটিলতা চলছেই। এহেন খ্যাতনামা শিল্পপতি সঞ্জয়ের সঙ্গে ২০০৩ সালে সাতপাকে বাঁধা পড়েছিলেন করিশ্মা কাপুর। তবে সেই দাম্পত্য সুখকর হয়নি! তাই একদশক সংসার করার পর ২০১৬ সালে করিশ্মা কাপুরের সঙ্গে ডিভোর্স হয়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.