Advertisement
Advertisement
Karisma Kapoor

সঞ্জয় কাপুরের ৩০ হাজার কোটির সম্পত্তির ভাগ পেতে দিল্লি হাই কোর্টে করিশ্মার ২ সন্তান

সম্পত্তির কানাকড়িও পাবেন না করিশ্মা! ভাগ বাটোয়ারা নিয়ে কাপুরদের অন্তর্দ্বন্দ্ব তুঙ্গে!

Karisma Kapoor's Children Move Delhi HC for Father Sunjay Kapur's Wealth
Published by: Sandipta Bhanja
  • Posted:September 9, 2025 4:20 pm
  • Updated:September 10, 2025 2:58 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সঞ্জয় কাপুরের মৃত্যুর পর থেকেই তাঁর ৩০ হাজার কোটির সম্পত্তি নিয়ে পারিবারিক বিবাদ! সোনা কমস্টার কোম্পানির মালিকানা এবং এই বিপুল পরিমাণ সম্পত্তির উত্তরাধিকার কে হবেন? তা নিয়েই নাকি গোল বেঁধেছে কাপুরদের অন্দরমহলে। যদিও ঘনিষ্ঠ সূত্রের খবর, বিবাহ বিচ্ছেদের সময় ৭০ কোটি টাকা খোরপোশ নেওয়ায় এই সম্পত্তির কানাকড়িও পাবেন না করিশ্মা কাপুর। সেক্ষেত্রে কোম্পানির নতুন ‘মালিক’ হিসেবে সঞ্জয়ের মা রানি কাপুর এবং স্ত্রী প্রিয়া সচদেবের নাম শোনা গিয়েছিল। এবার বাবার সম্পত্তির ভাগ চেয়ে সৎ মায়ের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টের দ্বারস্থ করিশ্মার দুই সন্তান সামাইরা এবং কিয়ান।

Advertisement

প্রিয়া সচদেবের বিরুদ্ধে সঞ্জয় কাপুরের প্রথম পক্ষের সন্তানদের অভিযোগ, তাদের সৎ মা অর্থাৎ প্রিয়া নাকি সঞ্জয়ের করে যাওয়া দলিল জাল করেছেন। তাঁদের অভিযোগ, জালিয়াতি করে এই উইল বানিয়েছেন প্রিয়া সচদেব। সেইজন্যই দলিল এবং সেটা সংক্রান্ত কোনওরকম নথিপত্র হাতে দেওয়া তো দূর অস্ত, দেখানো পর্যন্ত হয়নি করিশ্মা এবং তাঁর দুই সন্তান সামাইরা-কিয়ানকে। আদালতের কাছে এমনই বিস্ফোরক অভিযোগ সঞ্জয়-করিশ্মার সন্তানদের। পাশাপাশি কোর্টের কাছে তাদের আর্জি, সংশ্লিষ্ট মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত প্রিয়া সচদেব যেন কোনওভাবেই চূড়ান্ত দলিল প্রস্তুত করতে না পারেন। উল্লেখ্য, মাস দুয়েক আগে প্রিয়া সচদেবের বিরুদ্ধে এই একই অভিযোগ তুলেছিলেন সঞ্জয়ের মা-বোন। প্রিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্র করে সব সম্পত্তি হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছিল। যদিও করিশ্মা তখন উচ্চবাচ্য করেননি! তবে এবার ‘বকলমে’ সঞ্জয় কাপুরের বিপুল পরিমাণ সম্পত্তির ভাগ চেয়ে দুই সন্তানকে নিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ করিশ্মা!

একফ্রেমে সঞ্জয় কাপুরের সম্পত্তির উত্তরাধিকারীরা!

গত ১২ জুন মৃত্যু হয় শিল্পপতি সঞ্জয় কাপুরের। করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী হিসেবে বেশ কয়েকবার চর্চার শিরোনামে ঠাঁই পেয়েছেন তিনি। তবে সেটা নেতিবাচক কারণেই অবশ্য। ২০১৬ সালে করিশ্মা কাপুরের সঙ্গে ডিভোর্স। সঞ্জয় কাপুরের ‘রসিক’ জীবন হার মানায় সিনেমার চিত্রনাট্যকেও! একাধিক প্রেম, বিয়ে থেকে বিলাসবহুল জীবনযাপনের জন্য বারবার চর্চার শিরোনামে ঠাঁই পেয়েছেন সঞ্জয়। বিয়ে ভাঙার পর করিশ্মা তাঁর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগও এনেছিলেন। শোনা যায়, মধুচন্দ্রিমায় গিয়ে নাকি কাপুরকন্যা করিশ্মাকে একরাতের জন্য বন্ধুদের কাছে নিলামে তুলেছিলেন এই সঞ্জয়! তবে ডিভোর্সের সময় খোরপোশ হিসেবে বেশ মোটা অঙ্ক হাঁকিয়েছিলেন কাপুরকন্যা। জানা যায়, ৭০ কোটি টাকা নিয়েছিলেন করিশ্মা।

বলিউড মাধ্যম সূত্রে খবর, বিবাহ বিচ্ছেদের সময় দুই সন্তান সামাইরা ও কিয়ানের পড়াশোনার জন্য ১৪ কোটি টাকার বন্ড নিয়েছিলেন করিশ্মা কাপুর। প্রতি মাসে ১০ লক্ষ টাকা সুদ হিসেবেও পান। এবার কি তবে সঞ্জয় কাপুরের ৩০ হাজার কোটির সম্পত্তি থেকেও ভাগ পাচ্ছেন অভিনেত্রী? বলিপাড়া সূত্রে খবর, সঞ্জয়ের উইলে করিশ্মার নাম নেই। কাপুর পরিবারের ঘনিষ্ঠ সূত্রই একথা জানিয়েছে। জানা গিয়েছে, প্রয়াত স্বামীর এই বিপুল সম্পত্তির কানাকড়িও পাবেন না করিশ্মা। কারণ উত্তরাধিকারের জায়গায় তাঁর নাম নেই। উলটোদিকে অভিনেত্রীও নাকি কোনও ভাগ চাননি। করিশ্মার চিন্তা শুধু দুই সন্তানের ভবিষ্যৎ নিয়ে। এবার সেই প্রেক্ষিতেই সৎ মা প্রিয়া সচদেবের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টের দ্বারস্থ সামাইরা এবং কিয়ান।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ