Advertisement
Advertisement
Sunjay Kapoor

সঞ্জয় কাপুরের মরদেহে ফুল নিবেদন, অভিমান ভুলে প্রাক্তন স্বামীর শেষকৃত্যে করিশ্মা

দুই সন্তানকে সঙ্গে নিয়ে সঞ্জয় কাপুরের মরদেহে ফুল অর্পণ করেন অভিনেত্রী।

Karisma Kapoor pay floral tributes to late Sunjay Kapoor
Published by: Sayani Sen
  • Posted:June 19, 2025 7:07 pm
  • Updated:June 19, 2025 7:07 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বেচ্ছায় ঘর বেঁধেছিলেন দু’জনে। তবে সংসার সুখের হয়নি। তিক্ত বৈবাহিক সম্পর্কে ইতি টেনেছেন বহু আগে। খাতায় কলমে বর্তমানে তাঁরা একে অপরের প্রাক্তন। সে অভিমান ভুলে প্রাক্তন স্বামীর শেষকৃত্যে শামিল করিশ্মা কাপুর। দুই সন্তানকে সঙ্গে নিয়ে সঞ্জয় কাপুরের মরদেহে ফুল অর্পণ করেন অভিনেত্রী।

Advertisement

সোশাল মিডিয়ায় সঞ্জয় কাপুরের শেষযাত্রার একটি ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দেখা গিয়েছে, নয়াদিল্লির লোধি রোড শ্মশানে করিশ্মা ও তাঁর দুই সন্তান সামাইরা এবং কিয়ান, সঞ্জয় কাপুরের নিথর দেহে ফুল অর্পণ করেন। শোকাতুর আত্মীয় স্বজনদেরও দেখা গিয়েছে সেখানে। প্রয়াত সঞ্জয় কাপুরের পরিবার সূত্রে খবর, আগামী ২২ জুন বিকেল ৪টে থেকে ৫টা পর্যন্ত দিল্লির তাজ প্যালেস হোটেলে স্মরণসভার আয়োজন করা হয়েছে।

মৃত্যুর সময় লন্ডনেই ছিলেন সঞ্জয় কাপুর। গত ১২ জুন, সেখানে পোলো খেলছিলেন তিনি। আচমকা তাঁর মুখের ভিতর মৌমাছি ঢুকে যায়। মুহূর্তের মধ্যে অঘটন। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় করিশ্মার প্রাক্তন স্বামীর। আইনি জটিলতায় দেহ দিল্লিতে ফিরতে বেশ খানিকটা সময় লেগে যায়। বৃহস্পতিবার সঞ্জয়ের দেহ ফেরে রাজধানীতে। লোধি রোড শ্মশানে তাঁর শেষকৃত্যের আয়োজন করা হয়। সেখানে অংশ নেন করিশ্মা। এদিকে, প্রাক্তন স্বামীর মৃত্যুর পর এদিনই প্রথমবার প্রকাশ্যে দেখা যায় অভিনেত্রীকে। পাপ্পারাজ্জির ক্যামেরায় ধরা পড়া ছবিতে সাদা রঙের সালোয়ার কামিজ পরনে দেখা গিয়েছে তাঁকে। সঙ্গে ছিলেন করিশ্মা ও সঞ্জয়ের সন্তান সামাইরা এবং রিয়ানকে। শোনা গিয়েছে, করিনা এবং সইফ আলি খানও নাকি যোগ দেন সঞ্জয় কাপুরের শেষকৃত্যে।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ