Advertisement
Advertisement
Shehnaaz Gill

হাসপাতালে ভর্তি শেহনাজ গিল, হঠাৎ কী হল অভিনেত্রীর?

কেমন আছেন এখন শেহনাজ?

Karan Veer Mehra visits Shehnaaz Gill in hospital
Published by: Arani Bhattacharya
  • Posted:August 5, 2025 1:23 pm
  • Updated:August 5, 2025 1:26 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আচমকা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অভিনেত্রী শেহনাজ গিল। জানা যাচ্ছে লো-ব্লাড প্রেসারের সমস্যায় ভুগছিলেন অভিনেত্রী। সে কারণেই হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। অভিনেত্রীর আরোগ্য কামনা করেছেন তাঁর অনুরাগীরা সোশাল মিডিয়ায়।

Advertisement

ইতিমধ্যেই অভিনেত্রীকে হাসপাতালে দেখতে গিয়েছেন করণ বীর মেহরা। শেহনাজের স্বাস্থ্যের হাল হকিকত জানিয়েছেন তিনি সোশাল মিডিয়ায়। একটি ভিডিও পোস্ট করে করণ বীর দেখিয়েছেন ঠিক কেমন রয়েছেন শেহনাজ এই মুহূর্তে। সেখানেই তাঁকে বলতে শোনা যাচ্ছে, “আপনারা সবাই শেহনাজের স্বাস্থ্যের জন্য প্রার্থনা করবেন। ওর স্বাস্থ্যের অবস্থা কি করেছে দেখুন।” সেখানেই দেখা যায় শেহনাজকে হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন এবং তাঁর চিকিৎসা চলছে। করণের কথায় হেসে ওঠেন শেহনাজ। বলেন, “ও আমাকে হাসানোর চেষ্টা করছে।”

‘বিগ বস’ শো-তে যোগদানের পর দর্শকের অত্যন্ত পছন্দের হয়ে উঠেছেন শেহনাজ গিল। যদিও তার আগে অভিনেত্রী তাঁর কেরিয়ার শুরু করেছিলেন পাঞ্জাবি ফিল্ম ইন্ডাস্ট্রিতে। সম্প্রতি কলকাতাতেও নতুন পাঞ্জাবি ছবির শুটিং শেষ করে গিয়েছেন শেহনাজ। এই মুহূর্তে তাঁর অসুস্থতার খবরে বিচলিত ভক্তরা তাঁর সুস্বাস্থ্যের প্রার্থনা করছেন তা সোশাল মিডিয়াতে চোখ রাখলেই বোঝা যাচ্ছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ