সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত আগস্ট মাসেই কানাডায় কপিল শর্মার সদ্য উদ্বোধন হওয়া বিলাসবহুল ক্যাফেতে হামলা চালিয়েছিল খলিস্তানিরা। কয়েক রাউন্ড গুলিতে ঝাঁজরা করে দেওয়া হয় রেস্তরাঁর কাচের সব দেওয়াল। এমনকী পরবর্তী হামলা মুম্বইতে হবে, বলেও সেসময়ে শাসানি দিয়েছিল বিষ্ণোই গ্যাং। দুই নিষিদ্ধ গোষ্ঠীর অভিযোগ অবশ্য ভিন্ন! তবে টার্গেট এক- কপিল শর্মা। এবার মুম্বইতেও হুমকির সম্মুখীন বলিউডের সেলেব্রিটি সঞ্চালক তথা কৌতুকশিল্পী।
কপিল শর্মাকে হুঁশিয়ারি দিল মহারাষ্ট্র নবনির্মাণ সেনা। অভিযোগ, মুম্বইকে অপমান করেছেন তিনি। কীরকম? আসলে নিজের কমেডি শোয়ে মুম্বইকে কখনও ‘বম্বে’ আবার কখনও বা ‘বম্ববাই’ বলে সম্বোধন করেছেন কপিল শর্মা। আর সেটাই ভালো নজরে দেখছে না মহারাষ্ট্র নবনির্মাণ সেনা। বৃহস্পতিবার সংশ্লিষ্ট সংগঠনের মুখপাত্র অমেয় খোপকার সাফ জানিয়েছেন, “আমাদের এই শহরের নাম মুম্বই। তবে যখন থেকে কপিল শর্মা শো শুরু হয়েছে, তখন থেকে দেখছি এই শহরকে ‘বম্বে’, ‘বম্ববাই’ বলে সম্বোধন করছেন কপিল শর্মা। আমরা এর তীব্র বিরোধিতা করছি। এটা আপত্তি নয়, এটা আমাদের রাগ। কারণ আমাদের শহরের নাম মুম্বইকে বিকৃত করে উচ্চারণ করা হচ্ছে। কই চেন্নাই, বেঙ্গালুরু কিংবা কলকাতার ক্ষেত্রে তো সঠিক নামোচ্চরণে অসুবিধে হচ্ছে না, তাহলে মুম্বইকে মুম্বই বলতে অসুবিধে কোথায়?”
এখানেই থামেননি মহারাষ্ট্র নবনির্মাণ সেনার মুখপাত্র। তাঁর সংযোজন, “কপিল, আপনি তো মুম্বইতে বহু বছর ধরে কাজ করছেন। মুম্বই আপনার কর্মভূমি। মুম্বইয়ের মানুষেরা আপনাকে ভালোবাসে এবং আপনার শো প্রতিনিয়ত দেখে। আমাদের সকলের মনের মণিকোঠায় মুম্বই, তাই এই শহরকে, এই শহরের মানুষকে অপমান করবেন না ভুল নামোচ্চরণ করে। আমি কপিল শর্মাকে হুঁশিয়ারি দিচ্ছি। আমি আবারও বলছি, যদি ভুল করে বলেন, তাহলে শুধরে নিন নিজেকে। যে বা যাঁরা আপনার শোয়ে আসুক না কেন, তাঁদের বলুন মুম্বইকে সঠিক নামে সম্বোধন করতে। এর অন্যথা হলে কিন্তু ভয়ানক পরিণতি ভোগ করতে হবে।” কপিল শর্মার উদ্দেশে এহেন হুঁশিয়ারির নেপথ্যে যে কোনও রাজনৈতিক অভিসন্ধি নেই, সেকথাও জানিয়েছেন হিন্দু সংগঠনের মুখপাত্র।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.