সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কঙ্গনা (Kangana Ranaut) আর তাঁর প্রেম। বরাবরই নানা বিতর্কে ঘেরা। কখনও শেখর সুমনের ছেলে অধ্যয়ন সুমনের সঙ্গে সম্পর্কে জড়িয়ে শোরগোল ফেলে দিয়েছিলেন। অধ্যয়নের সঙ্গে ব্রেকআপের পর তো বলিউডে কঙ্গনা পেলেন নতুন নাম ডাইনি। সৌজন্যে খোদ শেখর ও তাঁর ছেলে অধ্যয়ন। সে পর্ব মিটতে না মিটতেই কঙ্গনার জীবনে ঢুকে পড়লেন হৃতিক রোশন। কঙ্গনার দাবি, হৃতিক নাকি তাঁকে সব দিক থেকে ব্যবহার করেছেন। এমনকী, কঙ্গনাকে নাকি নোংরা ইমেলও করতেন রাকেশ রোশনপুত্র। সেই নিয়ে এখনও হৃতিকের সঙ্গে ঠান্ডা লড়াই চালিয়ে যাচ্ছেন ‘কুইন’ ছবির অভিনেত্রী। তবে এখানেই শেষ নয়, সোশ্যাল মিডিয়ায় ‘মি টু’ ক্যাম্পেনে কঙ্গনা যৌন হেনস্থার অভিযোগ তুলেছিলেন অভিনেতা আদিত্য পাঞ্চলির বিরুদ্ধে। সুতরাং পুরুষ ও প্রেম ব্যাপারটা কঙ্গনার কাছে বরাবরই বিষের সমান। আর সম্প্রতি এক সাক্ষাৎকারে বিয়ে নিয়ে প্রশ্ন উঠতেই কঙ্গনা সোজা জানালেন, আমার নামে অনেক কিছু রটে গিয়েছে। যার জন্যই আমার বিয়ে হচ্ছে না!
আর কী বললেন বলিউডের মণিকর্ণিকা?
সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে কঙ্গনা জানান, ‘আসলে সংবাদ মাধ্যম আমার নামে অনেক কিছু রটায়। আমি নাকি ছেলেদের ধরে পেটাই। আমি নাকি পুরুষ বিদ্বেষী। এটা রটে গেলে কে আমাকে বিয়ে করবে বলুন তো! আমি খুবই ধর্মপরায়ণ একজন মানুষ। ঝগড়া, অশান্তি থেকে দূরেই থাকি। ভালবাসা, প্রেম আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। আমি খুব সাধারণ মানুষ।’
প্রেম, বিয়ে কঙ্গনার জীবনের থেকে এখনও অনেক দূরে। কিন্তু এই কঙ্গনাই একবার মন খুলে পছন্দের পুরুষের কথা বলেছিলেন। স্পষ্ট জানিয়ে ছিলেন কেমন স্বামী তাঁর পছন্দ। কঙ্গনার কথায়, সেনাবাহিনীর উর্দি পরা ভারতীয় সৈনিকদের যেমন আকর্ষণীয় লাগে, তেমনই দারুণ ব্যক্তিত্বপূর্ণ বলেই মনে হয়। তাই এমন পুরুষের সঙ্গেই জীবন কাটাতে চাই।’
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.