Advertisement
Advertisement

Breaking News

Kangana Ranaut Slams Pakistan

‘সন্ত্রাসের আতুঁড়ঘর, মানচিত্র থেকে মুছে ফেলা হোক’, নির্লজ্জ পাকিস্তানকে হুঙ্কার কঙ্গনার

পাকিস্তানকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলার 'নিদান' সাংসদ-অভিনেত্রীর।

Kangana Ranaut Says Pakistan Should Be 'Wiped Out' Of World Map
Published by: Sandipta Bhanja
  • Posted:May 10, 2025 10:22 am
  • Updated:May 10, 2025 10:22 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জঙ্গি মদত, একাধিক সন্ত্রাসলীলার অভিযোগ, রাষ্ট্রনেতাদের হুঁশিয়ারির পরও থামতে নারাজ পাকিস্তান। ভারতের প্রত্যাঘাত ‘অপারেশন সিঁদুরে’র পর থেকেই সিদুঁরে মেঘ দেখছে শাহবাজ সরকার। ড্রোন উড়িয়ে সীমান্ত এলাকার বিভিন্ন অঞ্চলে একের পর এক গ্রামে ধ্বংসলীলা চালাতে মরিয়া আসিম মুনিরের সেনা। বিগত দু’দিন ধরে দফায় দফায় জম্মু ও কাশ্মীরের বিভিন্ন জায়গায় আক্রমণ চালিয়েছে পাকিস্তান, যদিও ভারতীয় সেনার পারদর্শীতায় তাদের সব ছক বানচাল হয়েছে। ‘দুষ্ট’ প্রতিবেশী দেশের এমন নির্লজ্জতা দেখে এবার ফের ‘রণং দেহি’ মূর্তি ধারণ করলেন কঙ্গনা রানাউত।

মাণ্ডির সাংসদ তথা বলিউড অভিনেত্রী বরাবরই তাঁর বিস্ফোরক মন্তব্যের জেরে চর্চার শিরোনামে থাকেন। এবারও তার অন্যথা হয়নি। একেবারে চাঁচাছোলা ভাষায় ইসলামাবাদের উদ্দেশে তোপ দাগলেন কঙ্গনা। সাংসদ-নায়িকার সাফ কথা,’সন্ত্রাসের আঁতুড়ঘর। জঘন্য একটা দেশ। আরশোলা কোথাকার! বিশ্বের মানচিত্র থেকে পাকিস্তানকে একেবারে মুছে ফেলা দরকার।’ ইনস্টা স্টোরিতে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের ছবি শেয়ার করে এমন মন্তব্যই করেছেন কঙ্গনা রানাউত। এই অবশ্য প্রথম নয়। যুদ্ধের আবহে সম্প্রতি জম্মুবাসীকে সতর্ক থাকার আর্জি জানিয়েছিলেন তিনি।

প্রসঙ্গত, শনিবার ভোর সাড়ে চারটে নাগাদ জম্মু শহরে বিরাট বিস্ফোরণের শব্দ শোনা যায়। এছাড়াও পাশাপাশি উধমপুর, আখনুর, রাজৌরি, পুঞ্চ, পাঠানকোট-সহ একাধিক জায়গায় বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। এএনআই-এর তরফ থেকে পোস্ট করা একাধিক ভিডিওয় দেখা যায় জম্মু ও কাশ্মীরের একাধিক জায়গায় ধোঁয়া উঠছে। প্রবল শব্দে কয়েকটি জায়গা কেঁপেও ওঠে। রাজৌরির বেশ কয়েকটি বাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া আখনুরের বিভিন্ন জায়গায় আমনজতার বাড়ি লক্ষ্য করে নির্লজ্জের মতো আক্রমণ চালায় পাকিস্তান। জানা যাচ্ছে, নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন অঞ্চলে এখনও গোলাগুলি চলছে। শুক্রবারও একইভাবে সাধারণ মানুষকে আক্রমণ করে পাকিস্তান। এই বর্বর আক্রমণে মৃত্যু ঘটেছে এক সরকারি আধিকারিক-সহ তিন জনের। যদিও শুক্রবার রাতের লাগাতার ড্রোন হামলার প্রত্যাঘাতও করে ভারত! শেষরাতে পাকিস্তানের চারটি বায়ুসেনা ঘাঁটিতে জোরালো বিস্ফোরণের শব্দ হয়। অনুমান করা হচ্ছে, ভারতের তরফে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। যার জেরে তছনছ হয়েছে পাকিস্তানের রাওয়ালপিন্ডির নুর খান বিমানঘাঁটি, পাঞ্জাব প্রদেশের শোরকোট অঞ্চলের রফিকি বিমানঘাঁটি ও পাঞ্জাবের চাকওয়ালের মুরিদ বিমানঘাঁটি। এমতাবস্থায় পাকিস্তানের নির্লজ্জতা দেখে বেজায় চটেছেন কঙ্গনা রানাউত।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement