সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার সকালে দিল্লিতে সংসদ ভবনের বাইরে তৃণমূলের প্রতিবাদে শামিল হয়েছিলেন জয়া বচ্চন। দোলা সেন, মালা রায়দের পাশে দাঁড়িয়ে তিনিও স্লোগান তোলেন- ‘জাতীয় সঙ্গীতের অপমান দেশদ্রোহিতার সমান।’ সেখান থেকে বেরনোর পর ঘটে যায় বড়সড় বিপত্তি। জনৈক ব্যক্তির সঙ্গে দাঁড়িয়ে কথা বলছিলেন। এমন সময় হঠাৎ এক অনুরাগী জয়ার পাশে এসে তাঁর সঙ্গে একটি সেলফি তোলার চেষ্টা করতে থাকেন। ব্যস এতেই চটে লাল হন জয়া। আচমকাই সেখান থেকে সরে যান তিনি। এখানেই শেষ নয়য়, রীতিমতো গায়ের জোরে ওই ব্যক্তিকে ঘুষি দিয়ে সরিয়ে দেন বচ্চনজায়া। ওই ব্যক্তিকে এরপর খুব বকাবকি করেন প্রবীণ অভিনেত্রী-সাংসদ। মুহূর্তের মধ্যে নেটপাড়ায় ছড়িয়ে পড়ে ওই ভিডিও। তারপর থেকেই রীতিমতো শোরগোল শুরু হয়েছে নেটপাড়ায়। জয়ার নিন্দায় মুখর হয়েছেন নেটিজেনরা। এবার তাঁর উপর বেজায় চটলেন অভিনেত্রী তথা মান্ডির সাংসদ কঙ্গনা রানাউত। কী লিখলেন কঙ্গনা এদিন তাঁর এক্স হ্যান্ডলে?
এদিন এই ঘটনার নিন্দা করে কঙ্গনা তাঁর এক্স হ্যান্ডলে লেখেন, ‘অত্যন্ত অসভ্য ও সুবিধাবাদী মহিলা। মানুষ ওনার সমস্ত বদমেজাজি আচরণ সহ্য করেন শুধুমাত্র উনি অমিতাভ বচ্চনের স্ত্রী বলে। ওনাকে এই লাল শাড়ি ও সমাজবাদী পার্টির টুপি পরে লাল ঝুঁটিওয়ালা মোরগের মতো মনে হচ্ছে। ধিক্কার।’ যদিও এই প্রথম নয়য় ঠোঁটকাঁটা কঙ্গনা এর আগেও বহুবার জয়া বচ্চনের নিন্দায় মুখর হয়েছেন।
এই অবশ্য প্রথম নয় একাধিকবার এর আগে ফটোশিকারিদের উপর মেজাজ হারিয়েছেন জয়া বচ্চন। একবার তো বিমানবন্দরে জনৈক সাংবাদিককে পড়ে যেতে দেখে সোজাসাপটা বলেছিলেন, “বেশ হয়েছে। পড়ে গিয়েছে।” আরেকবার জলসার দিওয়ালি পার্টিতে আগত ফটোশিকারিদের ‘অনুপ্রবেশকারী’ বলে কটাক্ষ করেছিলেন। এবার অনুরাগীর বিনা অনুমতিতে সেলফি আবদারে বিরক্ত তিনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.