Advertisement
Advertisement
Kajol

‘পুরুষরাও চেহারায় কাটাছেঁড়া করে, শুধু মেয়েরাই কাঠগড়ায় কেন?’, কড়া প্রশ্ন কাজলের

'এটা একান্তই ব্যাক্তিগত বিষয়', বললেন কাজল।

Kajol Says Going Under The Knife Is Not Just For Women Men Are Doing It Too

ফাইল ছবি

Published by: Arani Bhattacharya
  • Posted:July 26, 2025 8:52 pm
  • Updated:July 26, 2025 8:52 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্প্রতি মুক্তি পেয়েছে পৃথ্বীরাজ সুকুমারনের পরিচালনায় কাজলের নতুন ছবি ‘সরজমিন’। এই ছবিতে অভিনয় করেছেন সইফ পুত্র ইব্রাহিম আলি খান। সম্প্রতি এই ছবি নিয়ে সর্বভারতীয় এক সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে তাঁকে সাম্প্রতিককালে চেহারায় নানা ধরনের সার্জারি, ফিলার্স ও বোটক্স করার মতো বিষয় নিয়ে প্রশ্ন করা হয়। তাঁর কাছে এই বিষয়ে মতামত চাওয়া হলে কাজল আত্মবিশ্বাসের সঙ্গেই এই প্রশ্নের উত্তর দেন।

Advertisement

কাজল বলেন, “আমার মনে হয় এটা যাঁর যাঁর নিজস্ব বিষয়। যে যেভাবে নিজেকে দেখতে ভালোবাসেন ও এই বিষয়ে আত্মবিশ্বাসী তাঁরা চেহারায় নানা পরিবর্তন আনতেই পারেন। এটা একান্তই ব্যাক্তিগত বিষয়। ছুরি কাঁচি চালিয়ে চেহারা বদলে ফেলাটা এমন কোনও বড় বিষয় নয় বলেই আমার মনে হয়। তার থেকেও আমার যেটা মনে হয়, শুধু মহিলারাই নন পুরুষরাও কিন্তু সার্জারির আশ্রয় নিয়ে নিজের চেহারা বদলান অনেক সময়। তবে তা সেভাবে আলোচনায় আনা হয় না। তারকা হোন বা আমজনতা এটা একেবারেই তাঁদের নিজস্ব পছন্দ। এটা খুব সাধারণ একটা বিষয়। এটা নিয়ে কটাক্ষ বা কোনও নেতিবাচক আলোচনা হওয়া অর্থহীন।” 

অন্যদিকে বার্ধক্য নিয়ে বলতে গিয়ে অভিনেত্রী বলেন, “আমার মনে হয় বয়স হওয়া নিয়ে এত ভাবিত হওয়ার মতো কিছু নেই। প্রকৃতির নিয়মে বয়স বাড়বেই। এবং, এটিকে স্বাভাবিকভাবেই নিতে হবে। জীবনের সমস্ত বয়সকে উপভোগ করতে জানতে হয়। এতে ভেঙে পড়ার কিছু নেই। যাঁরা কম বয়সে প্রয়াত হয়েছে তাঁরা যে জীবনটাকে আরও বেশিদিন দেখতে পেলেন না। বয়স হওয়াটা উপভোগ করতে পারলেন না এটা আমাকে কষ্টই দেয়। তাই আমার মনে হয় বয়স বাড়াটা এমন কোনও ভয়ানক বিষয় নয়।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ