Advertisement
Advertisement
Kajol SRK Ajay Devgn

ঝগড়া ভুলে দু’ দশক বাদে একফ্রেমে অজয়-শাহরুখ, স্বামী আর প্রিয় বন্ধুকে প্রকাশ্যেই ‘বিদ্রুপ’ কাজলের

কাজলের ক্যারিশ্মা, অজয়-শাহরুখের দ্বন্দ্ব মিটিয়ে পেলেন 'ফ্রেন্ডশিপ গুরু' তকমা!

Kajol BRINGS Shah Rukh Khan, Ajay Devgn together at Bads of Bollywood premiere
Published by: Sandipta Bhanja
  • Posted:September 18, 2025 3:44 pm
  • Updated:September 18, 2025 4:38 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘ব্যাডস অফ বলিউড’-এর প্রিমিয়ারে ক্যামেরাবন্দি বিরল মুহূর্ত। গত দু’ দশকে যেটা বলিপাড়ার তাবড় পরিচালক, প্রযোজকরা পারেননি, সেটা করে দেখালেন কাজল! একফ্রেমে নিয়ে এলেন শাহরুখ খান এবং অজয় দেবগনকে। বছর খানেক আগেও একই দিনে দুই তারকার দুই ছবিমুক্তি ঘিরে ‘শাখের করাত’ পরিস্থিতি হয়েছিল কাজলের। শাহরুখ-অজয়ের সেই দ্বন্দ্ব, মান-অভিমানের সাক্ষী থেকেছে গোটা বলিউড। অতঃপর ‘সর্দার’-‘পাঠান’কে একফ্রেমে ধরার ধৃষ্টতা কেউ দেখাননি! কিংবা দুই তারকার ঠান্ডা লড়াইয়ের কথাও কারও অজানা নয়। তবে এবার অতীতের দ্বন্দ্ব ভুলে জীবনের নতুন ইনিংসের জন্য বাদশাপুত্র আরিয়ান খানকে শুভেচ্ছা জানাতে সপরিবারে হাজির কাজল-অজয়।

Advertisement

বুধবার ‘ব্যাডস অফ বলিউড’-এর তারকাখচিত ‘গ্ল্যামারাস’ প্রিমিয়ার নাইটের সেই ছবি-ভিডিও আপাতত নেটভুবনে ঝড় তুলে দিয়েছে। উল্লেখ্য, বলিউডের অন্যতম চর্চিত বিষয় শাহরুখ খান আর কাজলের বন্ধুত্ব। তাঁদের অনস্ক্রিন জুটি যেমন ‘সুপারহিট’, তেমনই শাহরুখ-কাজলের অফস্ক্রিন রসায়নও যে দারুণ, সেকথা কারোরই অজানা নয়! তবে বলিউডের অন্দরে কান পাতলে শোনা যায়, শাহরুখ-কাজলের বন্ধুত্ব নিয়ে এহেন মাতামাতি অতীতে একেবারেই নাপসন্দ ছিল অজয় দেবগনের। যার জেরে অজয় দেবগনের সঙ্গে বিয়ের পর ‘কভি খুশি কভি গম’ ছবিতে শাহরুখের বিপরীতে কাজলকে দেখা গেলেও পরবর্তীতে দীর্ঘসময় তাঁদের ‘রোম্যান্টিক জুটি’ হিসেবে পাওয়া যায়নি। তবে ২০১৫ সালে সেই অসম্ভবকে সম্ভব করেন করণ জোহর। শাহরুখ-কাজল জুটির নস্ট্যালজিয়া উসকে দেয় তাঁর ‘দিলওয়ালে’। ঠিক তার তিন বছর আগেই শাহরুখের সঙ্গে অজয় দেবগনের দ্বন্দ্ব বাঁধে। ২০১২ সালে ‘সন অফ সর্দার’ ও ‘জব তক হ্যায় জান’ একই দিনে মুক্তি পায়। সেসময়েই নাকি অজয়-শাহরুখের তুমুল ঝগড়া হয়েছিল। যেপ্রসঙ্গে পরবর্তীতে ‘কফি উইদ করণ’-এ মুখও খোলেন কাজল। কাট টু ২০২৫ সালের ১৭ সেপ্টেম্বর। ‘ব্যাডস অফ বলিউড’-এর প্রিমিয়ারে অতীত দ্বন্দ্ব ভুলে হাসিমুখে কাজলের দু’ পাশে ধরা দিলেন অজয়-শাহরুখ।

কাজল-শাহরুখ-অজয়ের পরনে রং মিলান্তি কালো পোশাক। স্বামী ও প্রিয় বন্ধুর মাঝে মধ্যমণি হয়ে নজর কাড়লেন অভিনেত্রী। আর কাজল মানেই বেফাঁস কথা কিংবা মাত্রাছাড়া রসিকতা! এদিনও তেমনই মেজাজে ধরা দিলেন নায়িকা। যেখানে শাহরুখ এবং অজয় দেবগনকে ‘বিপ বিপ অফ বলিউড’ বলেও ব্যাঙ্গ করার সুযোগ ছাড়েননি কাজল। আর সেই ভিডিওই আপাতত নেটভুবনে ঝড় তুলেছে। কেউ কেউ আবার তাঁদের একসিনেমায় দেখার ইচ্ছেও প্রকাশ করেছেন।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement