সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যে মানুষটা দিনের পর দিন দর্শকদের হাসিয়ে গিয়েছেন, তিনিই আজ বিছানায় শয্যাশায়ী। ক্যানসারের মারণ থাবা চলাফেরার শক্তি কেড়ে নিয়েছে। শরীরে হাড় ছাড়া যেন আর কিছুই নেই। এমন অবস্থা বলিউডের জনপ্রিয় কৌতুকাভিনেতা জুনিয়র মেহমুদের (Mehmood Junior)। অসুস্থ অভিনেতার মন ভালো করতে হাজির হয়েছিলেন জনি লিভার (Johny Lever)।
ছয়ের দশকে বলিউডে সফর শুরু করেন জুনিয়র মেহমুদ। শিশুশিল্পী হিসেবে তুমুল জনপ্রিয়তা পান। ‘ননিহাল’ থেকে শুরু করে ‘দো রাস্তে’, ‘কাটি পতঙ্গ’, ‘ঘর ঘর কি কাহানি’, ‘ছোটি বহু’র মতো আড়াইশোরও বেশি রয়েছে তাঁর ঝুলিতে। শুধু কৌতুকশিল্পী নয়, পার্শ্ব অভিনেতা হিসেবেও দর্শকদের মনে জায়গা করে নেন জুনিয়র মেহমুদ। ২০১৯ সাল পর্যন্ত সিনেমা-সিরিয়ালে চুটিয়ে অভিনয় করে গিয়েছেন তিনি।
কিন্তু আচমকাই অভিনেতার পেটে টিউমার ধরা পড়ে। জানা যায়, তা ম্যালিগন্যান্ট। অর্থাৎ, ক্যানসার ছড়িয়ে পড়েছে অভিনেতার শরীরে এবং তা অ্যাডভান্স স্টেজে রয়েছে বলেই জানা গিয়েছে। অভিনেতার বন্ধু সালাম কাজি জানান, প্রায় ২০ কেজি ওজন কমে গিয়েছে তাঁর। চলাফেরার শক্তিও হারিয়েছেন।
Viral | Popular actor of yester years, Junior Mehmood has not been keeping well. Comedian Jonny liver seen here trying to lift up his spirits.
— MUMBAI NEWS (@Mumbaikhabar9)
এক সংবাদমাধ্যমের কাছ থেকেই নাকি মেহমুদের অসুস্থতার খবর পান জনি লিভার। সঙ্গে সঙ্গে সিনিয়র অভিনেতার মুম্বইয়ের বাড়িতে হাজির হন তিনি। জনিকে দেখেই বর্ষীয়ান অভিনেতার মুখে হাসি ফুটে ওঠে। জনিও তাঁর মন ভালো করার চেষ্টা করেন। ভিডিও দেখে অনুরাগীদের মনও সিক্ত। অনেকেই জনপ্রিয় অভিনেতার এমন অবস্থা দেখে দুঃখ প্রকাশ করেছেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.