Advertisement
Advertisement
Jigra Teaser Trailer

ভাই-দাদারা নয়, এবার রক্ষাকর্তা দিদি আলিয়া, উত্তাল সময়ে ‘জিগরা’র ট্রেলারে নারীশক্তির জয়গান

একা মেয়েই একশো, বারুদঠাসা 'জিগরা'র ট্রেলারে 'রণং দেহী' আলিয়া, পুজোর পর্দায় নারীশক্তি।

Jigra Teaser Trailer: Alia Bhatt Aspires To Be A Bachchan-Like Hero To Save Brother
Published by: Sandipta Bhanja
  • Posted:September 8, 2024 3:03 pm
  • Updated:September 8, 2024 3:03 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সমাজ সবসময়ে শিখিয়ে এসেছে ভাই-দাদারাই দিদি কিংবা বোনদের রক্ষাকর্তা। সেই প্রচলিত চিন্তাধারার জগদ্দল শিলা-দর্প ভেঙে চুরমার করে দিলেন আলিয়া ভাট! একা মেয়েই যেন একশো। ভাইয়ের রক্ষার্থে এক দিদি কতদূর যেতে পারে? সেই দুঃসাহসিক গল্পের ঝলক তুলে ধরল ‘জিগরা’র ট্রেলার। বারুদঠাসা সেই ট্রেলারে নারীশক্তির হুঙ্কার। এবার পুজোর সিনেপর্দায় এমনই রণং দেহী অবতারে ধরা দেবেন আলিয়া।

Advertisement

Alia Bhatt shares Jigra Poster, releasing this Durga Puja

করণ জোহরের ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ এখন বলিউডের ‘ক্যুইন’। দ্বিতীয় ছবি ‘হাইওয়ে’ থেকেই নিজের জাত চিনিয়েছেন আলিয়া ভাট (Alia Bhatt)। এক দশকের কেরিয়ারে একের পর এক ভিন্ন স্বাদের সিনেমায় অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছেন। এবার করণ জোহর প্রযোজিত ‘জিগরা’ সিনেমায় আবারও মারকাটারি অবতারে ধরা দিতে চলেছেন আলিয়া ভাট। চলতি বছর দুর্গাপুজোর সময়ে মুক্তি পাবে এই সিনেমা। ঠিক যেসময়ে নারীশক্তির জয়গানের কথা তুলে ধরবেন আলিয়া। ট্রেলার, টিজারেই সেই ইঙ্গিত মিলল। ভাইয়ের রক্ষার্থে এক দিদি কতদূর যেতে পারে? সেই দুঃসাহসিক গল্পের পর্দায় তুলে ধরবে ‘জিগরা’। এক অনাথা ভাইবোনের মান-অভিমান, আগলে রাখার আবেগঘন মুহূর্ত সবটাই ফুটে উঠল টিজার-ট্রেলারে। রবিবার সোশাল মিডিয়ায় ‘জিগরা’র পয়লা ঝলক শেয়ার করেছেন পর্দার ‘গাঙ্গুবাই’। যেখানে তাঁকে দেখা গেল, পিঠে ব্যাগ আর হাতে হাতুড়ি নিয়ে রণং দেহি অবতারে। বলাই বাহুল্য, এই সিনেমার সুবাদে যে আলিয়া ভাট আরও একবার ছক্কা হাঁকাবেন। ট্রেলারেই সেই হুঙ্কার দিয়ে দিলেন তিনি। আলিয়া ভাটের ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন ‘আর্চিস’ খ্যাত বেদাং রায়না।

[আরও পড়ুন: ‘ডিভোর্সি মানেই হেনস্তা করার ছাড়পত্র রয়েছে নাকি?’, নিন্দুকদের একহাত নিলেন মধুমিতা]

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

জানা গিয়েছে, এই ছবির একটি বড় অংশ জুড়ে রয়েছে বাস্কেটবল খেলার অংশ এবং মারকাটারি অ্যাকশন সিকোয়েন্স। যেখানে দুর্ধর্ষ অবতারে দেখা যাবে আলিয়াকে। সেই প্রেক্ষিতেই চরিত্রটিকে নিঁখুতভাবে ফুটিয়ে তুলতে নামী বাস্কেটবল খেলোয়ারদের থেকে প্রশিক্ষণ নেওয়ার পাশাপাশি অ্যাকশনের মারপ্যাঁচও শিখেছেন অভিনেত্রী। হোমওয়ার্কে কোনওরকম কসরত বাকি রাখেননি আলিয়া। আগামী ১১ অক্টোবর দুর্গাপুজোর মরশুমে আসছে এই সিনেমা। একেই আর জি কর কাণ্ডের উত্তাল আবহে নারীশক্তির কথা মুখে মুখে, সেই প্রেক্ষিতে ‘জিগরা’ বক্স অফিসে কীরকম ব্যবসা করবে? চোখ থাকবে সেদিকে।

[আরও পড়ুন: পুজোর বিজ্ঞাপন করে নেটপাড়ার রোষানলে সোহিনী! আক্রমণাত্মক পোস্ট অভিনেত্রীর উদ্দেশে]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ