Advertisement
Advertisement
Jeetu Kamal Ditipriya Roy

জীতু-দিতিপ্রিয়া বিতর্কে অনিশ্চিত সিরিয়ালের ভবিষ্যৎ! অভিনেতার সাফ কথা, ‘পালানোর পাত্র নই’

সিরিয়াল ছাড়ার গুঞ্জন শুরু হতেই মুখ খুললেন জীতু কমল।

Jeetu Kamal reacts to serial quitting rumor for
Published by: Sandipta Bhanja
  • Posted:August 8, 2025 4:08 pm
  • Updated:August 8, 2025 4:08 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জীতু-দিতিপ্রিয়া দ্বন্দ্বে ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের ভবিষ্যৎ অনিশ্চিত! দিন দুয়েক ধরেই এহেন গুঞ্জনে শোরগোল টালিগঞ্জের টেলিপাড়ায়। শোনা যায়, সহ-অভিনেত্রীর সঙ্গে চ্যাটের স্ক্রিনশট প্রকাশ্যে আনার পর নাকি সেই বিষয়টি নিয়ে ধারাবাহিকের সেটেও বিপুল আলোচনা হয়। এমন আবহেই জীতুর বিরুদ্ধে ‘কুরুচিকর মেসেজ পাঠানোর’ অভিযোগ তুলে দিতিপ্রিয়া রায় জানান, “পরিস্থিতি এমন হয়ে দাঁড়িয়েছে তাতে দীর্ঘদিন চালিয়ে যেতে পারব বলে মনে হয় না। ওই মানুষটার সামনে দাঁড়িয়ে শট দিতেও তো এরপর আমার অসুবিধে হবে।” এরপরই গুঞ্জন শুরু হয়, অভিনেতা নাকি সিরিয়াল ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সত্যিই কি তাই?

Advertisement

জল্পনা তুঙ্গে উঠতেই শুক্রবার সোশাল মিডিয়ায় নিজের অবস্থান স্পষ্ট করলেন অভিনেতা। এক ইঙ্গিতপূর্ণ পোস্টে জীতু দাবি করেছেন, পেশাগতজীবন এবং ব্যক্তিগতজীবনকে তিনি আলাদা রাখতেই পছন্দ করেন। অভিনেতা লিখেছেন, ‘ময়দান ছেড়ে ভীতু, অসৎ,মিথ্যেবাদীরা পালিয়ে যায়। আমি পালানোর মানুষ নই। প্রযোজক এবং চ্যানেলের প্রতি আমি দায়বদ্ধ, সর্বোপরি দর্শকের প্রতি দায়বদ্ধ। আমার উপর যে দোষারোপ করা হয়েছে যদিও সেটা মারাত্মক, তবে বিষয়টা আমি ব্যক্তিগতভাবে সামলাচ্ছি। তার জন্য এই প্রজেক্ট ছেড়ে দেব, সেই রকম মানুষ আমি নই।’ সেই পোস্টেই জীতু কমলের সংযোজন, ‘শিল্পীর প্রজেক্ট ছাড়ার একমাত্র কারণ ‘ব্রিচ অফ কন্ট্রাক্ট’ , সেটাও তো এখনও হয়নি।’

Jeetu Kamal opens up about controversy with Ditipriya Roy

অভিনেতা জানিয়েছেন, কোনও ব্যক্তিগত সমস্যার জন্য তিনি সিরিয়ালের কাজের ব্যাঘাত ঘটাতে চান না। কারণ এই ধারাবাহিকের সঙ্গে আরও অনেক মানুষের রুটিরুজি জড়িত। তাই পুজোর আগে নতুন করে কেউ সমস্যায় পড়ুক, সেটা জীতু চান না। অতঃপর তিনি যে ‘চিরদিনই তুমি যে আমার’-এর আর্য হয়েই ধরা দেবেন, সেটা স্পষ্ট করে দিলেন।

এদিকে সংশ্লিষ্ট ঘটনায় মুখ খুলেছেন নবনীতা দাসও। জীতুর প্রাক্তন স্ত্রী জানিয়েছেন, “ওকে নিপাট ভালো মানুষ বলেই চিনি। আমাদের সম্পর্ক থাকাকালীনও এরকম কিছু করেনি জীতু যার জন্যে ওঁর চরিত্র নিয়ে প্রশ্ন তোলা যায়। এরকম অভিযোগ শুনে অবাকই হচ্ছি! আসলে জীতু সেটে বরাবরই কম কথা বলে। নিজের মতো থাকে অধিকাংশ সময়। ওর ব্যক্তিত্ব সেরকম নয়। তবে জীতুর রসবোধ সূক্ষ্ম। বেশি কথা বলে বোঝাবার প্রয়োজন হয় না।” তবে প্রাক্তন স্বামীর পক্ষ নিয়ে কথা বললেও দিতিপ্রিয়া রায়ের খারাপ লাগাকেও পুরোপুরি উড়িয়ে দেননি নবনীতা। অভিনেত্রীর কথায়, “দিতিপ্রিয়া বয়সে অনেকটাই ছোট। কারও নিছক রসিকতা ওর খারাপ লাগতেই পারে। কার কতটা ইয়ার্কি-ঠাট্টা নেওয়ার ক্ষমতা থাকবে, সেটা তো ঠিক করে দেওয়া যায় না। অতঃপর ওর খারাপ লাগলে সেটাও উড়িয়ে দেওয়া অনুচিত হবে।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ