Advertisement
Advertisement
Jaya Bachchan

‘বলিউড সবথেকে বেশি ট্যাক্স দেয় তবু হিন্দি ইন্ডাস্ট্রির পেটে লাথি!’, সংসদে চিৎকার জয়া বচ্চনের

বুধবার সংসদে মেজাজ হারিয়ে কী মন্তব্য জয়া বচ্চনের?

Jaya Bachchan slams Modi Government for 'Killing Bollywood'

ছবি ফাইল

Published by: Sandipta Bhanja
  • Posted:February 12, 2025 7:54 pm
  • Updated:February 13, 2025 2:23 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অভিনয়ের রঙ্গমঞ্চ থেকে বিদায় নিয়েছেন অনেক আগেই। দিবারাত্র গ্ল্যামারদুনিয়ার লাইমলাইটে থাকাও তাঁর নাপসন্দ! তবে অভিনয় থেকে দূরে থাকলেও এবার সিনেশিল্পের উন্নতিসাধনে মাঠে নামলেন জয়া বচ্চন (Jaya Bachchan)। ২০২৫ সালের কেন্দ্রীয় বাজেটে কেন ‘উপেক্ষিত বলিউড’? সংসদে সরাসরি প্রশ্ন তুললেন জয়া বচ্চন। সমাজবাদী পার্টির সাংসদ তথা প্রবীণ অভিনেত্রীর অভিযোগ, “বলিউডকে সবসময়ে স্বার্থসিদ্ধির জন্য ব্যবহার করা হয় কিন্তু আসল সময়ে উপেক্ষিত বলিউড।”

Advertisement

বুধবার সংসদে মেজাজ হারিয়ে মোদি সরকারের বিরুদ্ধে তোপ দাগেন জয়া বচ্চন। মোদি সরকারের উদ্দেশে তোপ দেগে তাঁর মন্তব্য, “ভারতে সবথেকে বেশি কর দেয় বলিউড। অথচ এরা সিনেমা ইন্ডাস্ট্রিকে খুন করছে।” এদিন পার্লামেন্টে ক্ষুব্ধ জয়ার দাবি, “দেশে একের পর এক সিঙ্গল স্ক্রিনে তালা পড়ছে। মানুষ আজকাল আর সিনেমাহলে যান না। কারণ সিনেমা দেখা সকলের পক্ষে এতটাই খরচসাপেক্ষ হয়ে গিয়েছে। এবার এসবে জিএসটি বন্ধ করুন। আপনারা কি সিনে ইন্ডাস্ট্রিটাকে খুব করতে চাইছেন? দয়া করে এই বিষয়টা নিয়ে এবার একটু ভাবুন।” জয়া বচ্চনের মন্তব্য, “আপনারা সিনেশিল্পকে সম্পূর্ণ উপেক্ষা করছেন। অন্য সরকারও এই একই কাজ করেছে। তবে সিনেমা এবং বিনোদন শিল্পকে সম্পূর্ণরূপে উপেক্ষা করে আপনারা এটাকে একেবারে অন্য পর্যায়ে নিয়ে গিয়েছেন। কারণ বলিউড আপনাদের কাছে শুধুই স্বার্থসিদ্ধির জায়গা।”

এরপরই জয়ার প্রশ্ন, “মেজাজ হারানোর জন্য আমি দুঃখিত কিন্তু এসব আমি একেবারেই বরদাস্ত করব না। প্রতিবছর আমি কত টাকা কর দিই, সেই হিসেব দেখাব?” প্রসঙ্গত, চলতি অর্থবর্ষেও দেশের গ্ল্যামারদুনিয়ায় সর্বোচ্চ করদাতা হিসেবে অমিতাভ বচ্চনের নাম শীর্ষে রয়েছে। এবার দেশের সিনেশিল্পের হয়ে সরব তাঁর স্ত্রী তথা সাংসদ অভিনেত্রী জয়া বচ্চন।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ