সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তালিবানদের সঙ্গে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ অর্থাৎ আরএসএসের তুলনা করেছিলেন। তাতেই আইনি জটিলতায় জড়ালেন জাভেদ আখতার (Javed Akhtar)। বলিউডের বর্ষীয়ান গীতিকারকে সমন পাঠাল মুম্বইয়ের মুলুন্দ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট।
“তালিবান বর্বর। তাদের কার্যকলাপ নিন্দনীয়। কিন্তু যারা আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ কিংবা বজরং দলকে সমর্থন করে, তারাও একইরকম বর্বর”, ২০২১ সালে এমনই মন্তব্য করার অভিযোগ উঠেছিল জাভেদ আখতারের বিরুদ্ধে। তা নিয়ে বিস্তর বিতর্ক হয়। সেই মন্তব্যের জেরেই মঙ্গলবার প্রবীণ গীতিকারকে সমন পাঠানো হয়েছে বলে খবর। আইনজীবী সন্তোষ দুবের মামলার ভিত্তিতে এই সমন পাঠানো হয়েছে বলে খবর।
জানা গিয়েছে, পেশায় আইনজীবী হলেও ছোটবেলা থেকে আরএসএসের (RSS) সঙ্গে যুক্ত সন্তোষ দুবে। তাঁর অভিযোগ, চিন্তাধারা, আদর্শ, দর্শন, ভাবনা কিংবা কাজের পদ্ধতিতে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এবং তালিবানের কোনও মিল নেই একথা জাভেদ আখতার খুব ভালভাবেই জানেন। তা সত্ত্বেও সংগঠনের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য এবং তাঁর মতো একনিষ্ঠ কর্মীদের অপমান করার জন্য এমন মন্তব্য তিনি করেছেন।
দুবের দাবি, সমাজে জাভেদ আখতারের মতো ব্যক্তিত্বের গুরুত্ব আছে। ফলে যখন তিনি আরএসএসের সঙ্গে তালিবানের তুলনা করেছেন। অনেকেই এ নিয়ে তাঁকে প্রশ্ন করতেন। এমনকী আরএসএস ছাড়ার পরামর্শও দিয়েছিলেন। এর জেরেই বলিউডের গীতিকারের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন তিনি। শাস্তিরও দাবি করেছেন। এই মামলার ভিত্তিতে জাভেদ আখতারকে সমন পাঠানো হয়েছে। প্রবীণ গীতিকার নিজেও হাজিরা দিতে পারেন আবার তাঁর হয়ে আইনজীবীও আদালতে দুবের অভিযোগের জবাব দিতে পারেন বলে খবর।
-A picture for you .Photographed by Pradeep Chandra
— Pradeep Chandra (@pradeepcsrivast)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.