Advertisement
Advertisement
Salman Khan

অবশেষে বিয়েতে রাজি সলমন! খোদ ভগ্নীপতিকে জানালেন মনের কথা

তাহলে কি নিজের জীবনের সেই ভালোবাসাকে খুঁজে পেলেন সলমন?

Is Salman Khan planning to get married? Star drops a big hint
Published by: Arani Bhattacharya
  • Posted:July 9, 2025 1:29 pm
  • Updated:July 9, 2025 2:46 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি বলিউডের ‘এলিজিবল ব্যাচেলর’। বলিউডের সুপারস্টার সলমন খান। বয়স তাঁর কাছে একটা সংখ্যামাত্র। বয়স ৫৯, কিন্তু তাতে কী? পর্দায় তাঁর জাদু আজও বহু অষ্টাদশীর মনে ঝড় তোলে। এসব সত্ত্বেও বলিউডের ভাইজান কবে বিয়ের পিঁড়িতে বসবেন এ প্রশ্ন কিন্তু কমবেশি সকলের মনেই ঘুরপাক খায়। এর মাঝেই হঠাৎ সোশাল মিডিয়ায় বোমা ফাটালেন সলমন। বুধবার এক পোস্টে বিয়ের ইচ্ছাপ্রকাশ করলেন তিনি। সলমনের এই পোস্টের পরই তাঁর অনুরাগীরা রীতিমতো চমকে গিয়েছেন। অনেকের মনেই প্রশ্ন জাগছে তাহলে কি নিজের জীবনের সেই ভালোবাসাকে খুঁজে পেয়েছেন সলমন যার সঙ্গে ঘর বাঁধার স্বপ্ন দেখছেন তিনি?

Advertisement

কিন্তু কী এমন পোস্ট করলেন সলমন যা থেকে এমন গুঞ্জন শুরু হয়েছে? আসলে বুধবার সলমন তাঁর পরিচালক ভগ্নীপতি অতুল অগ্নিহোত্রীর জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে একটি পোস্ট করেছেন। সেখানে বোন ও ভগ্নীপতির একটি আদুরে ছবি পোস্ট করে সলমন লিখেছেন, ‘শুভ জন্মদিন অতুল। আমার বিল (ব্রাদার-ইন-ল)। তুমি আমার বোনকে খুব যত্নে রেখেছ। তুমি একজন শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ বাবা। তোমাকে অনেকটা ভালোবাসা।’ সঙ্গে ভাইজান আরও লিখেছেন, ‘আমিও একদিন সব ভূমিকায় তোমার মতো একজন শ্রেষ্ঠ হয়ে উঠব।’ ব্যস সলমনের পোস্টের শেষ এই লাইন থেকেই ছড়িয়েছে গুঞ্জন।

 

অনেকের মনেই এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে, চিরাচরিত সেই রসিকতার ভঙ্গিমাতেই এই কথা বলেছেন কি সলমন? নাকি তাঁর মনে নিজেকে জীবনের সব ভূমিকায় দেখার পুরোদস্তুর ইচ্ছা রয়েছে বলে তিনি এবার বিয়ের পিঁড়িতে বসতে চাইছেন? উত্তর খুঁজছে নেটপাড়া। যদিও সম্প্রতি কপিল শর্মার শোয়ে এসে সলমন বলেছিলেন, “এখন সামান্য কারণে বিয়ে ভেঙে যাচ্ছে। ধুমধাম করে বিয়ে করে কিছুদিনের মাথাতেই বিয়ে ভেঙে যাচ্ছে। তারপর তাঁকে মোটা টাকা ক্ষতিপূরণ দিতে হচ্ছে সঙ্গে সম্পত্তির অর্ধেকও। এখন জীবনের এতটা পথ পেরিয়ে এসে বিয়ে করে এগুলো সামলানো আমার পক্ষে সম্ভব নয়।” কিন্তু হঠাৎই ভাইজানের নতুন এই পোস্টের পর থেকে এক নতুন জল্পনা শুরু হয়েছে নেটপাড়ায়।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ