Advertisement
Advertisement
Hardik Pandya

অনন্যা নয়, নাতাশার সঙ্গে বিচ্ছেদের পর এই নারীর প্রেমে মজেছেন হার্দিক! জল্পনা তুঙ্গে

কে এই নারী?

Is Jasmin Walia and Hardik Pandya are dating? Here is what we know
Published by: Suparna Majumder
  • Posted:August 14, 2024 2:21 pm
  • Updated:August 14, 2024 4:43 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চার বছরের দাম্পত্য ভেঙে চুরমার হয়ে গিয়েছে। একসঙ্গে পথ চলার স্বপ্ন শেষ। হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya) ও নাতাশা স্ট্যানকোভিচ এখন ভিন্ন পথের পথিক। ছেলেকে নিয়ে বিদেশে নাতাশা। এদিকে হার্দিকের সঙ্গে একের পর এক নারীর নাম জড়িয়ে যাচ্ছে। কিছুদিন আগে হার্দিক ও অনন্যা পাণ্ডের নৈকট্যের গুঞ্জনে সরগরম ছিল নেটপাড়া। এবারে ভারতীয় ক্রিকেটারের সঙ্গে এক অন্য নারীর ঘনিষ্ঠতার খবর শোনা যাচ্ছে।

Advertisement

Hardik-Jasmin-0

কে নারী? জাসমিন ওয়ালিয়া। ভারতীয় বংশোদ্ভূত। তবে প্রবাসী। ২৯ বছরের তরুণীর ইংল্যান্ডের এসেক্সে। অভিনয়ের পাশাপাশি সঙ্গীতেও পারদর্শী। ছোটবেলায় টেলিভিশন দেখে গান রপ্ত করতেন জাসমিন। জাসমিনের এই প্রতিভা দেখেই গান শেখানোর সিদ্ধান্ত নেন তাঁর বাবা। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে অভিনয় জগতেও প্রবেশ করেন জাসমিন।

[আরও পড়ুন: ‘ভয়ংকর! মেনে নেওয়া যায় না…’, RG Kar-এর ঘটনায় ‘সাধারণে’র শক্তি বুঝিয়ে সোচ্চার আবির ]

জাসমিনের প্রথম সিঙ্গল জ্যাক নাইটের সঙ্গে ‘দম দি দি দম’। ২০১৮ সালে মুক্তি পাওয়া ‘সোনু কে টিটু কি সুইটি’ সিনেমায় জাসমিন ও জ্যাকের ‘বম ডিগি ডিগি’ গানটি ব্যবহার করা হয়। এছাড়া ‘ক্যাজুয়ালটি’, ‘ডক্টর্স’, ‘দ্য এক্স ফ্যাক্টর’, ‘ডিনার ডেট’-এর মতো টেলিভিশন সিরিজেও অভিনয় করেছেন তিনি।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

কিন্তু আচমকা জাসমিনের সঙ্গে হার্দিকের নাম কীভাবে জড়াল? গ্রীসে ছুটি কাটানোর ভিডিও ও ছবির সৌজন্যে। সম্প্রতি গ্রিসের ভিলায় বেড়ানোর ভিডিও শেয়ার করেন হার্দিক। জাসমিনের ছবি ভিডিওতেও নাকি সেই একই লোকেশন। এতেই দুজনের প্রেমের জল্পনা তুঙ্গে। এর আগে হার্দিক ও অনন্যা পাণ্ডের প্রেমের গুঞ্জন শুরু হয়েছিল অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের অনুষ্ঠানের সৌজন্যে। অনুষ্ঠানে দুজনকে একসঙ্গে নাচতে দেখা যায়। এর পর নাকি আবার সোশাল মিডিয়ায় দুজন দুজনকে ফলো করতেও শুরু করেন। কিন্তু এখন তা অতীত। এখন হার্দিক ও জাসমিনকে নিয়েই শোরগোল নেটদুনিয়ায়।

Hardik-Jasmin-1

[আরও পড়ুন: ‘রাত দখল’ অভিযানে যেতে না পারলে কী করবেন? জানালেন স্বস্তিকা ]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ