সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সদ্য ভারতে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হয়েছেন। এর মধ্যেই বলিউড অভিষেকের স্বপ্ন দেখছেন এরিক মাইকেল গারসেটি (Eric Michael Garcetti)। শাহরুখ খানের (Shah Rukh Khan) বাড়িতে গিয়েছিলেন তিনি। সেই ছবি পোস্ট করেই লেখেন, “আমার বলিউডে পা রাখার সময় হল?”
চলতি বছরের ১১ মে ভারতের মার্কিন রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হন এরিক। তারপর থেকে বহু বিশিষ্ট মানুষের সঙ্গে দেখা করেছেন তিনি। মঙ্গলবার শাহরুখ খানের সঙ্গে মন্নতে দেখা করার ছবি শেয়ার করেন। আর ছবির ক্যাপশনে লেখেন, “আমার বলিউডে পা রাখার সময় হল? মন্নতে সুপারস্টার শাহরুখ খানের সঙ্গে দারুণ আড্ডা হল। মুম্বইয়ের ফিল্ম ইন্ডাস্ট্রি সম্পর্কে অনেক কিছু জানলাম আর বলিউড-হলিউডের সাংস্কৃতিক মাহাত্ম্য সম্পর্কের কথা হল।”
যে ছবি এরিক পোস্ট করেছেন, তাতে শাহরুখের স্ত্রী গৌরী এবং তাঁর ম্যানেজার পূজা দদলানিকেও দেখা গিয়েছে। মার্কিন রাষ্ট্রদূতকে অটোগ্রাফও দিয়েছেন বলিউড বাদশা।
Is it time for my Bollywood debut? 😉 Had a wonderful chat with superstar at his residence Mannat, learning more about the film industry in Mumbai and discussing the huge cultural impact of Hollywood and Bollywood across the globe.
— U.S. Ambassador Eric Garcetti (@USAmbIndia)
শাহরুখের পরে আবার মুকেশ আম্বানির সঙ্গে দেখা করেছিলেন এরিক। নীতা আম্বানির সাংস্কৃতিক কেন্দ্রও ঘুরে দেখেন তিনি। যেন গোটা ভারতকে চিনে নিতে চাইছেন মার্কিন রাষ্ট্রদূত।
Great meeting with Mukesh Ambani to learn about Reliance’s innovations in the renewable energy sector, and exploring avenues for more economic cooperation.
— U.S. Ambassador Eric Garcetti (@USAmbIndia)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.