Advertisement
Advertisement
Ranveer Singh

‘নগ্ন’ রণবীরকে কাপড় দিন! মুক্ত হস্তে দান করতে এগিয়ে এলেন আমজনতা! দেখুন ভিডিও

নগ্ন ফটোশুট করায় সম্প্রতি অভিনেতার বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের হয়েছে।

Indore: Clothes donation drive for Ranveer Singh | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:July 26, 2022 6:49 pm
  • Updated:July 26, 2022 6:49 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘পেপার’ ম্যাগাজিনের জন্য নগ্ন ফটোশুট করে শোরগোল ফেলে দিয়েছেন রণবীর সিং। অনুরাগীদের প্রশংসা কুড়োলেও অনেকেই বলিউড অভিনেতার এমন ফটোশুট দেখে নাক সিঁটকেছেন। তবে এবার সমস্ত আলোচনা-সমালোচনাকে ছাপিয়ে গেল একটি অভিনব ‘প্রতিবাদে’র দৃশ্য। রণবীরের শরীর ঢাকতে ধুমধাম করে মুক্ত হস্তে দান করছে আমজনতা!

Advertisement

হ্যাঁ, ঠিকই পড়েছেন। ইন্দোরের চাঁদা তোলার আয়োজনের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যেখানে দেখা যাচ্ছে, একটি বড় টেবিলের উপর বিরাটাকার একটি বাক্স রাখা হয়েছে। বাক্সটির বাইরের দিকে আবার রণবীরের (Ranveer Singh) নগ্ন ফটোশুটেরই একটি ছবি জ্বলজ্বল করছে। লাইন দিয়ে সেই বাক্সেই প্রত্যেকে নিজেদের সাধ্যমতো দান করছেন। কেউ দিচ্ছেন জামা, টি-শার্ট তো কেউ দিচ্ছেন প্যান্ট কিংবা জুতো। উদ্দেশ্য একটাই। রণবীরের শরীর ঢাকতে হবে কাপড়ে। বৃষ্টিতে অনেকে আবার ছাতা মাথায় দিয়েই রণবীরের ‘সাহায্যে’ এগিয়ে এসেছেন।

ranveer2

[আরও পড়ুন: কেন্দ্রীয় সংস্থাগুলির মাধ্যমে প্রতিহিংসা চরিতার্থ করছে মোদি সরকার, নতুন রাষ্ট্রপতিকে নালিশ বিরোধীদের]

অতি সম্প্রতি আন্তর্জাতিক এক ম্যাগাজিনের জন্য সম্পূর্ণ নগ্ন হয়ে ফটোশুট করেছেন রণবীর সিং। ফরাসে শুয়ে থাকা সে ছবিতে দেখা গিয়েছে রণবীরের গায়ে একটুকরো সুতোও নেই। কোনও ছবিতে আবার বসে দিয়েছেন ক্যামেরা লুক। যেসব ছবি ঘিরে তোলপাড় নেটদুনিয়া। তবে শুধু নেটিজেনদের একাংশের বিরাগভাজনই না, এই ফটোশুট করে বিপাকেও পড়েছেন রণবীর সিং। নগ্ন ফটোশুটের বিরোধিতা করে মুম্বই পুলিশের কাছে জমা পড়েছে লিখিত অভিযোগ। অভিযোগপত্রে লেখা হয়েছে, এই ফটোশুটের মধ্যে দিয়ে মহিলাদের ভাবাবেগে আঘাত করেছেন রণবীর। জানা গিয়েছে, এক স্বেচ্ছাসেবী সংস্থার তরফ থেকে এই অভিযোগ দায়ের করা হয়।

ranveer1

বলিউডের বাজিরাওয়ের এহেন পদক্ষেপ নিয়ে নানা মুণির নানা মত। যদিও এত বিতর্কের মাঝেও এখনও পর্যন্ত মুখ খোলেননি অভিনেতা। তাঁর শরীর ঢাকা এমন অভিনব উদ্যোগ দেখে তিনি কোনও প্রতিক্রিয়া দেন কি না, তারই অপেক্ষায় অনুরাগীরা।

[আরও পড়ুন: TET দুর্নীতিতেও জড়িত পার্থ? ফ্ল্যাট থেকে উদ্ধার নথি ঘিরে জল্পনা, মিলল অর্পিতার নামে দলিলও]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ