Advertisement
Advertisement
Jeet

বিপ্লবী অনন্ত সিংয়ের চরিত্রের জন্য কড়া হোমওয়ার্ক জিতের, কবে শুরু বায়োপিকের শুটিং?

প্রত্যাশার পারদ চড়ল পথিকৃৎ বসু পরিচালিত এই ছবি নিয়ে।

Jeet Begins Shooting as Ananta Singh in Keu Bole Biplobi, Keu Bole Dakat
Published by: Sandipta Bhanja
  • Posted:July 25, 2025 3:57 pm
  • Updated:July 25, 2025 6:13 pm   

শম্পালী মৌলিক: পথিকৃৎ বসুর পরিচালনায় জিৎ যে পর্দায় দেশপ্রেমের গাথা ফুটিয়ে তুলবেন, চলতি বছর মে মাসেই সেখবর জানা গিয়েছিল। টলিউড সুপারস্টার অভিনয় করবেন বিপ্লবী অনন্ত সিংয়ের ভূমিকায়। যিনি চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের অন্য়তম নায়ক। ছবির নাম- ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’। স্বাভাবিকভাবেই সিনেমার ঘোষণা হওয়ার পর থেকে শুটিং শুরু হওয়ার অপেক্ষায় জিৎ অনুরাগীরা। এবার জানা গেল সেই দিনক্ষণ। 

Advertisement

শুক্রবার প্রযোজনা সংস্থার নতুন অফিসের উদ্বোধন হল। পাশাপাশি ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনীত ‘ম্যাডাম সেনগুপ্ত’র সাফল্যের উদযাপনও হল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রযোজক অশোক ধানুকা, জিৎ এবং ঋতুপর্ণা সেনগুপ্ত। জানা গেল, চলতি বছর দুর্গাপুজোর পর ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’ ছবিটির শুটিং শুরু করতে চলেছেন জিৎ। অক্টোবর মাস থেকে কলকাতা, ঝাড়খণ্ড, মাসাঞ্জর ড্যাম-এর মতো বিভিন্ন লোকেশনে শুরু হবে শুটিং। অভিনেতা ইতিমধ্যেই নিজের মতো করে হোমওয়ার্ক শুরু করে দিয়েছেন ঐতিহাসিক এই চরিত্রে অভিনয়ের জন্য। 

নন্দী মুভিস-এর নতুন অফিসের উদ্বোধনে প্রযোজক অশোক ধানুকা, ঋতুপর্ণা সেনগুপ্ত, জিৎ। (ছবি- কৌশিক দত্ত)

কীভাবে মাস্টারদা সূর্য সেনের ছত্রছায়ায়, তাঁর নির্দেশে ধীরে ধীরে স্বাধীনতা সংগ্রামে জড়িয়েছিলেন অনন্ত সিংহ, সেই বীরত্বের কাহিনিই তুলে ধরা হবে এই ছবিতে। নন্দী মুভিজের প্রযোজনায়, প্রদীপ কুমার নন্দীর পরিবেশনায় তৈরি হতে চলেছে এই ছবি। উল্লেখ্য, বহু বছর পর টলিউডে নিজের প্রযোজনা সংস্থার বাইরে অন্য কোনও ব্যানারে কাজ করছেন জিৎ। প্রসঙ্গত, ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’ ছবির গল্প ষাটের দশকের কলকাতার প্রেক্ষাপটে। গল্পের মূল নায়ক অনন্ত সিংহ- যিনি একসময় ব্রিটিশদের বিরুদ্ধে অস্ত্র তুলে নিয়েছিলেন মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে। সেইন ভূমিকাতেই টলিউড সুপারস্টার জিৎ। পথিকৃতের ফ্রেমে বিপ্লবীর ভূমিকায় কেমন চমক দেবেন তিনি? স্বাভাবিকভাবেই সেদিকে নজর থাকবে দর্শক-অনুরাগীদের। বাণিজ্যিক ছবি ছেড়ে কেন অনন্ত সিংয়ের বায়োপিকে সুপারস্টার? এপ্রসঙ্গে অভিনেতা এর আগে জানিয়েছেন, আগে কোনওদিন বায়োপিকে অভিনয় করেননি বলেই এই সিদ্ধান্ত। পরিচালকের কথায়, “স্বাধীনতা সংগ্রামের অনেক নায়ককেই আমরা মনে রাখি। কিন্তু ইনি একজন ভুলে যাওয়া নায়ক। যার কথা অনেকেরই অজানা। সেই কারণেই অনন্ত সিংহের বায়োপিক করার সিদ্ধান্ত।”

Tollywood superstar Jeet to dubut in Bollywood?

 

‘সাথী’র ‘বিজয়’ বর্তমানে টলিউডের ‘বস’। বাংলা সিনে ইন্ডাস্ট্রিতে বাইশটি বসন্ত পার করে ফেলেছেন জিৎ। ‘জোশ’, ‘আওয়ারা’, ‘শুভদৃষ্টি’, ‘দুই পৃথিবী’র মতো যেমন বাণিজ্যিক ছবি উপহার দিয়েছেন, তেমনই দর্শকরা তাঁকে দেখেছেন ‘কমলাকান্তের উইল’, ‘অসুর’, ‘রাবণ’, ‘মানুষ’-এর মতো ছকভাঙা চরিত্রে। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম সুপারস্টার অভিনয়ের পাশাপাশি দীর্ঘদিন ধরেই প্রযোজকের ভূমিকাও সমানতালে সামাল দিচ্ছেন। তাঁর ফিল্মি কেরিয়ারে ফ্লপ-এর সংখ্যাও হাতেগোনা! ইন্ডাস্ট্রির অন্দরমহলের রাজনীতির সাতে-পাঁচে থাকেন না! বিতর্ক থেকে শতহস্ত দূরে নিজের সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছেন টলিউডের ‘সুলতান’।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ