Advertisement
Advertisement
Ileana D’Cruz

প্রেম করছেন অভিনেত্রী ইলিয়ানা ডি’ক্রুজ! পুরুষসঙ্গীর পরিচয় জানলে চমকে যাবেন

এর আগে অস্ট্রেলিয়ার ফটোগ্রাফারের সঙ্গে সম্পর্ক ছিল নায়িকার।

Ileana D’Cruz reportedly dating Katrina Kaif’s brother Sebastian Laurent Michel | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:July 18, 2022 2:44 pm
  • Updated:July 18, 2022 4:28 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের প্রেমে পড়েছেন ইলিয়ানা ডি’ক্রুজ (Ileana D’Cruz)। এমনই গুঞ্জন শোনা যাচ্ছে। লন্ডনের এক সুপুরুষ মডেলের সঙ্গে নাকি সম্পর্কে রয়েছেন অভিনেত্রী। যাঁর পরিচয় জানলে অনেকেই অবাক হবেন। 

Advertisement

Ileana

ইলিয়ানার এই নতুন প্রেমকাব্যের সঙ্গে ক্যাটরিনা কাইফ (Katrina Kaif) ওতপ্রোতভাবে জড়িত। কীভাবে? তাঁর জন্মদিনের ছবির সূত্র ধরেই ইলিয়ানার নতুন প্রেমিকের সন্ধান পাওয়া গিয়েছে। যাঁর নাম সেবাস্টিয়ান লরেন্ট মিশেল (Sebastian Laurent Michel)। আর লন্ডনের এই মডেল হলেন ক্যাটরিনা কাইফের ভাই। হ্যাঁ সূত্রের খবর সত্যি হলে ভিকি কৌশলের (Vicky Kaushal) শ্যালককেই মন দিয়েছেন ইলিয়ানা। 

Ileana-lover-1

[আরও পড়ুন: ললিত মোদির সঙ্গে নাম জড়িয়ে ‘নিম্নরুচির গসিপ’, নিন্দুকদের কড়া জবাব সুস্মিতার]

সৈকতে আত্মীয় ও বন্ধুদের সঙ্গে জন্মদিনের সেলিব্রেশনে মেতেছিলেন ক্যাটরিনা। সেবাস্টিয়ান ও ইলিয়ানাও এই দলে ছিলেন। সেলিব্রেশনের ছবি পোস্ট করেন অভিনেত্রী। আর তাতেই সেবাস্টিয়ান ও ইলিয়ানার সম্পর্ক নিয়ে সন্দেহ দানা বাঁধে। ক্যাটরিনার সঙ্গে ইলিয়ানার এত বন্ধুত্ব কীভাবে হল? এমন প্রশ্ন তোলা হয়।

Ileana-lover-2

শোনা যাচ্ছে, প্রায় ছ’ মাস ধরে ক্যাটরিনা কাইফের ভাইয়ের সঙ্গে প্রেম করছেন ইলিয়ানা। মাঝে মধ্যে নতুন প্রেমিকের সঙ্গে ক্যাটরিনার পুরনো ফ্ল্যাটে সময় কাটান তিনি। ব্রান্দ্রায় রয়েছে সেটি। বান্দ্রায় আবার ইলিয়ানার ফ্ল্যাটও রয়েছে। সেখানেও কখনও কখনও চলে যান সেবাস্টিয়ান। ইলিয়ানার লন্ডনের বাড়িতেও গিয়েছেন ক্যাটরিনার ভাই। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

এর আগে অস্ট্রেলিয়ার ফটোগ্রাফার অ্যান্ড্রিউ নিবোনের (Andrew Kneebone) সঙ্গে সম্পর্কে ছিলেন ইলিয়ানা। একাধিকবার তাঁর সঙ্গে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন। ২০১৯ সালে দু’জনের বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসে। অ্যান্ড্রিউ এ বিষয়ে কোনও মন্তব্য না করতে চাইলেও ইলিয়ানা বিচ্ছেদের খবর স্বীকার করে নেন। তবে সেবাস্টিয়ানের খবর প্রকাশ্যে আসার পর থেকে এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও মন্তব্য নায়িকা করেননি। 

Ileana-EX-lover

[আরও পড়ুন: ‘তুই শ্রীমতী দেখবি না, তোর বাপ দেখবে’, মিম শেয়ার করে অভিনব প্রচার স্বস্তিকার] 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ