সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বহু অপেক্ষার অবসান ঘটিয়ে এই পুজোর মরশুমে হইচইয়ের পর্দায় আসছে ‘ইন্দু ৩’। আগামী ২৭ সেপ্টেম্বর মুক্তি পাবে ‘ইন্দু’ সিরিজের অন্তিম পর্ব। তার আগে প্রকাশ্যে এল ‘ইন্দু ৩’ সিরিজের ট্রেলার।
সিরিজের নতুন পর্বের ট্রেলারের শুরু থেকে শেষ পর্যন্ত একইভাবে রয়েছে রহস্যের ঘনঘটা। শুধু কি তাই? এবারও রহস্যের মাঝে উঠে এসেছে ধুতুরা ফুলের প্রসঙ্গ। শ্বশুরবাড়িতে হয়ে চলা একের পর এক অন্যায় ও খুনের কিনারা থেকে শুরু করে বাড়ির অন্দরে লুকিয়ে রাখা পারিবারিক কেচ্ছার নেপথ্যে কোন কারণ তা জানতেই রীতিমতো মরিয়া হয়ে উঠে অনুসন্ধান চালাচ্ছে ‘ইন্দু’রূপে ইশা। অন্তসত্বা, বিধবা ইন্দুর প্রায় শ্বশুরবাড়িতে থাকা বেশ দুর্বিষহ হয়ে উঠেছে, তা ট্রেলারেই স্পষ্ট। একইসঙ্গে ট্রেলারে প্রথম দুই পর্বের বেশ কিছু দৃশ্যও তুলে ধরা হয়েছে। মহালয়ার সকালে, দেবীপক্ষের সূচনার দিনেই প্রকাশ্যে এল ট্রেলার।
প্রথম থেকেই এই সিরিজে রহস্যময়ী ইন্দু ওরফে ইশার আগমন বুঝিয়ে দিয়েছিল যে এই সিরিজ আর পাঁচটা সিরিজের মতো একেবারেই নয়। ইন্দুর বিয়ে নিয়ে প্রথম থেকেই একটা রহস্য তৈরি করেছিলেন পরিচালক। উলটো দিকে ইন্দুর বর ওরফে অভিনেতা চন্দ্রনিভ মুখোপাধ্যায়ের বাড়িতেও মজুদ ছিল রহস্য়ের নানা উপাদান। একইভাবে রহস্য বজায় ছিল দ্বিতীয় পর্বেও। এখন দেখার ‘ইন্দু ৩’তে নতুন কী কী টুইস্ট অপেক্ষা করছে দর্শকের জন্য। সিরিজে অভিনয় করেছেন, ইশা সাহা, মিমি দত্ত, মানালি মনীষা দে, মানসী সিনহা, সুহোত্র মুখোপাধ্যায় প্রমুখ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.