সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মারণ রোগ ক্যানসার থাবা বসিয়েছে শরীরে। তার সঙ্গে লড়াইয়ের হাতিয়ার কেমোথেরাপি। কিন্তু এই চিকিৎসাও সহজ নয়। তার প্রভাব শরীরে পড়ে। ইতিমধ্যেই নিজের চুল কেটে ফেলেছেন হিনা খান (Hina Khan)। এবার দেখালেন শরীরের ক্ষতচিহ্ন।
গোলাপি টি-শার্ট পরা একাধিক ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন হিনা। তাতেই অভিনেত্রীর শরীরের ক্ষতচিহ্নগুলো দেখা যাচ্ছে। স্তনের পাশে, গলার নিচে রয়েছে ক্যানসার চিকিৎসার আঘাত। এত কিছুর পরও হাসিমুখে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন হিনা। আর ক্যাপশনে লিখেছেন, “কী দেখতে পাচ্ছেন এই ছবিতে? আমার শরীরের ক্ষতচিহ্নগুলো নাকি আমার চোখে থাকা আশা?”
Shukriya aur Dua
— Hina Khan (@eyehinakhan)
এর পরই আবেগঘন বার্তা দিয়েছেন হিনা। অভিনেত্রী লিখেছেন, “এই আঘাতগুলো আমার, আমি ভালোবাসা দিয়েই এগুলো আপন করে নিয়েছি কারণ এ আমি শারীরিক অবস্থার উন্নতির লক্ষণ, আর আমি এটা ডিজার্ভ করি। আমার চোখের আশা আমারই মনের প্রতিফলন। এখন যেন আমি সুড়ঙ্গের শেষ লাইটটা দেখতে পাই। আমি আরোগ্যের পথে এগোচ্ছি। আর আপনাদের আরোগ্যের জন্যও প্রার্থনা করছি।”
View this post on Instagram
হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী হিনা। পরে সিনেমা, ওয়েব সিরিজেও কাজ করেন। স্টেজ ৩ স্তন ক্যানসারে আক্রান্ত ৩৬ বছরের অভিনেত্রী। অভিনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন শ্রেয়া ঘোষাল। তাঁর জন্য প্রার্থনা করেছেন শিল্পা শেট্টি। হিনার এই লড়াই অনুপ্রেরণা জোগায়, এমনই মন্তব্য জুহি পারমারের। হিনাকে ‘স্ট্রং’ বলেছেন মৌনী রায় ও ভারতীয় সিং।
Face card
— Hina Khan (@eyehinakhan)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.