সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হিনা খান, রকি জয়সওয়ালের বিয়েতে অন্তরায় হয়ে দাঁড়িয়েছিল ধর্ম! বলিমহলের অন্দরে কান পাতলে অন্তত তেমনটাই শোনা যায়। উপরন্তু গোদের উপর বিষফোঁড়ার মতো প্রেমিক যুগলের জীবনে নেমে আসে ক্যানসারে খাঁড়া। তবে সেসব বাধা-বিপত্তি কাটিয়ে গত ৪ জুন বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়েছেন হিনা-রকি। ইতিমধ্যেই নবদম্পতির আদুরে ছবি-ভিডিও দেখে শুভেচ্ছা, প্রশংসার বন্যা নেটপাড়ায়। মারণরোগের চোখ রাঙানির মাঝেও যেভাবে প্রেম আগলে বৈবাহিক বন্ধনে বাঁধা পড়েছেন তাঁরা, তাতে নেটপাড়া ইতিমধ্যেই হিনা-রকির নামের পাশে ‘প্রকৃত দম্পতি’র তকমা সেঁটেছেন। তবে এবার কি এমন হল যে, বিয়ের ১০ দিনের মাথায় রিসেপশন বাতিল করতে হল অভিনেত্রীকে?
সূত্রের খবর, আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব এবং পাপারাজ্জিদের নিয়ে খুব শিগগিরিই রিসেপশন পার্টি আয়োজন করার কথা ছিল হিনা খানের। সেই মতো নির্ধারিত দিনের জন্য সকলকে আমন্ত্রণপত্র পাঠিয়েও দিয়েছিলেন। কিন্তু আচমকাই সকলকে ব্যক্তিগতভাবে মেসেজ করে ক্যানসারে আক্রান্ত অভিনেত্রী জানিয়ে দেন যে, তাঁদের রিসেপশন আপাতত হচ্ছে না। অনিচ্ছাকৃতভাবে সকলের সময় ব্যয় করার জন্য ক্ষমাও চেয়ে নিয়েছেন হিনা। কিন্তু কেন রিসেপশন বাতিল করলেন তিনি? আসলে গত বৃহস্পতিবার আহমেদাবাদের বিমান দুর্ঘটনার পর থেকেই মন ভালো নেই দম্পতির। তাই এমন কঠিন পরিস্থিতিতে জাঁকজমক করে উদযাপন করতে মন সায় দিচ্ছে না তাঁদের। সেই জন্যই অনুষ্ঠান বাতিল করে সকলের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন হিনা খান।
হিনা খানের শরীরে থাবা বসিয়েছে মারণ রোগ ক্যানসার। এই লড়াই যে সহজ নয়, সেকথা বারবার বলেছেন অভিনেত্রী। চলছে কেমোথেরাপি। ক্যানসারের তৃতীয় ধাপ হলেও অদম্য মনের জোর হিনার। মানসিক শক্তি এতটুকু টলেনি তাঁর। অসুস্থ শরীরেও কখনও ব়্যাম্পে হেঁটেছেন তো কখনও বা আবার মক্কায় উমরাহ পালন করতে গিয়েছে অভিনেত্রীকে। সম্প্রতি কলকাতার ভূমিপুত্র রকি জয়সওয়ালের সঙ্গে বিয়েও সেরে ফেলেছেন। রকি ও হিনার প্রেমের বয়স ১৩ বছর। কলকাতার ছেলে রকি জয়সওয়াল। পেশায় ব্যবসায়ী। ২০০৯ সালে ‘ইয়ে রিস্তা কেয়া কেহলাতা হ্যায়’ ধারাবাহিকের সেটেই হিনা-রকির আলাপ। ধারাবাহিকটির প্রযোজক ছিলেন রকি। জীবনের ওঠাপড়ায় সব সময়ই রকিকে পাশে পেয়েছেন হিনা খান। এমনকী, শোনা যায় হিনার কেরিয়ারে যাতে বাধা না আসে, তার জন্যেও নাকি রকি কখনও হিনাকে বিয়ের চাপ দেননি। অভিনেত্রীর জন্য সব কিছু ছাড়তেও রাজি ছিলেন তিনি। আর হিনার ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর পাওয়ার পরও নিত্যদিন প্রেমিকা নায়িকাকে আগলে রেখেছেন কলকাতার ছেলে রকি জয়সওয়াল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.