Advertisement
Advertisement
Maha Kumbh Guru Randhawa

‘হর হর গঙ্গে’ ধ্বনিতে আস্থার ডুব দিয়ে মহাকুম্ভে ‘নতুন অধ্যায়’ শুরু গুরু রানধাওয়ার

মহাকুম্ভে গুরু রানধাওয়াকে দেখে সেলফি তোলার হিড়িক! পুণ্যস্নান সেরে কী জানালেন গায়ক?

Guru Randhawa takes holy dip at Maha Kumbh, shares video
Published by: Sandipta Bhanja
  • Posted:January 25, 2025 3:42 pm
  • Updated:January 25, 2025 4:39 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রয়াগরাজে গুরু রানধাওয়া (Guru Randhawa)। শনিবার মহাকুম্ভে ( Maha Kumbh 2025) যোগ দিয়ে কাকভোরে পুণ্যস্নান করলেন গায়ক। এদিন ভোরবেলা ফেরি করে গঙ্গা, যমুনা, সরস্বতীর সঙ্গমস্থলে পৌঁছন গুরু। হাতে রুদ্রাক্ষের মালা নিয়ে মন্ত্রোচ্চারণে পুণ্যস্নান সেরে গায়ক জানালেন, “জীবনের নতুন অধ্যায় শুরু করলাম।”

Advertisement

গঙ্গায় ডুব দিয়ে দারুণ অনুভূতি গুরু রানধাওয়ার। প্রথমবারের সেই অভিজ্ঞতা শেয়ার করে নিলেন অনুরাগীদের সঙ্গে। সোশাল মিডিয়ায় নিজের পুণ্যস্নানের ভিডিও শেয়ার করেছেন গায়ক। সেখানেই দেখা গেল, গুরুর গায়ে যৎসামান্য পোশাক। হাতে রুদ্রাক্ষের মালা। ত্রিবেণী সঙ্গমে কোমর জলে দাঁড়িয়ে করজোরে মন্ত্রোচ্চারণ করেই গঙ্গায় ডুব দিলেন তিনি। বলিউড গায়ক জানালেন, “প্রয়াগরাজে মা গঙ্গার বুকে পুণ্যস্নান করে ধন্য হলাম। আধ্যাত্মিকতার প্রতি আমার বিশ্বাস আরও বাড়ল। ঈশ্বরের আশীর্বাদ নিয়ে নতুন সফর শুরু করছি। হর হর গঙ্গে।” এদিকে মহাকুম্ভে গুরু রানধাওয়াকে দেখে অনুরাগীদের ভিড় বাড়তে থাকে সেই চত্বরে। বলিউড গায়কের সঙ্গে সেলফি তোলার হিড়িকও শুরু হয়। তবে কাউকে বাঁধা দেননি গুরু। বরং হাসিমুখেই তাঁদের সকলের আবদার মেটাতে দেখা গেল তাঁকে।

আমজনতার পাশাপাশি প্রয়াগরাজে ভিড় জমাতে শুরু করেছেন সেলেবরাও। ১৩ জানুয়ারি শুরু হওয়া মহাকুম্ভ ইতিমধ্যেই জমে উঠেছে ভক্ত ও সন্তদের উপস্থিতিতে। ৪৫ দিন ব্যাপী এই অনুষ্ঠানে বিদেশীরাও পূণ্যস্নানের জন্য ভিড় জমাচ্ছেন প্রয়াগরাজে। অনুপম খেরও সম্প্রতি শামিল হয়েছিলেন সেখানে। শুক্রবার এই প্রয়াগরাজেই পিণ্ডদান করে সন্ন্যাস গ্রহণ করেন বলিউডের প্রাক্তন অভিনেত্রী মমতা কুলকার্নি। উল্লেখ্য, জানুয়ারি মাসের ১৩ তারিখ থেকে শুরু হওয়া মহাকুম্ভ চলবে সেই শিবরাত্রি অর্থাৎ ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। ফের অমৃতস্নানের যোগ রয়েছে চলতি মাসের ২৯ তারিখ মৌনি অমাবস্যা, ফেব্রুয়ারি মাসের ৩ তারিখে বসন্ত পঞ্চমী, ১২ তারিখ মাঘী পূর্ণিমা এবং ২৬ ফেব্রুয়ারি শিবরাত্রির দিনে। তার প্রাক্কালেই মহাকুম্ভে পুণ্যস্নান গুরু রানধাওয়ার।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ