সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডের স্বনামধন্য অভিনেতা গোবিন্দা ও তাঁর স্ত্রী সুনীতা আহুজার বিবাহ বিচ্ছেদের জল্পনায় সরগরম পরিস্থিতি। এর আগেও তাঁদের বিচ্ছেদের খবর সামনে এসেছিল। তবে তাতে সেই সময়ের মতো ইতি টানা হয়। সেই জল্পনা আবারও চর্চায়।
শোনা যাচ্ছে, গোবিন্দার বিরুদ্ধে পরকীয়া ও গার্হস্থ্য হিংসার মতো অভিযোগ তুলে বান্দ্রা আদালতে বিচ্ছেদের মামলা করেন সুনীতা। সম্প্রতি তাঁর এক ভ্লগে তাঁকে রীতিমতো ভেঙে পড়তেও দেখা গিয়েছে গোবিন্দাকে নিয়ে কথা বলতে গিয়ে। এবার এই বিষয় নিয়ে মুখ খুললেন অভিনেতার আপ্তসহায়ক শশী। সর্বভারতীয় সংবাদমাধ্যমে তিনি বলেন, “এগুলো একেবারেই সব পুরনো ঘটনা। ফের সেই ঘটনাগুলিতেই রং লাগিয়ে চর্চা চলছে। কোন দম্পতির মধ্যে সমস্যা হয় না? এখন যেগুলো হচ্ছে তা হল বিষয়টাকে মুখরোচক করে তোলার চেষ্টা।”
শশী আরও বলেন যে, “আমি নিজে গোবিন্দার সঙ্গে দীর্ঘদিন কাজ করছি। ৩৪ বছরের বিবাহিত জীবন তাঁর। ওনার মতো মানুষ হয় না। ওর চরিত্র ও আচার-আচরণ নিয়ে যেভাবে প্রশ্ন তোলা হচ্ছে তা একেবারেই ঠিক নয়। এগুলো পুরোটাই মিথ্যা। অন্যদিকে গোবিন্দা-সুনীতার আইনজীবীও জানিয়েছেন যে তাঁদের মধ্যেকার সমস্ত সমস্যা মিটে গিয়েছে। উল্লেখ্য, এর আগে এক সাক্ষাৎকারে সুনীতা দাবি করেন গোবিন্দা ও তাঁর বিচ্ছেদের জল্পনা সম্পূর্ণ ভিত্তিহীন। তাঁর কথায়, “যাঁরা বিচ্ছেদের কথা বলছেন, তাঁদের প্রশ্ন করুন সত্যি? যদি কারও সাহস থাকে তাহলে আমাকে সরাসরি দাম্পত্য নিয়ে প্রশ্ন করুন। যেদিন আমি বা গোবিন্দার মুখ থেকে বিচ্ছেদের কথা শুনবেন, সেদিন বিচ্ছেদের বিষয়ে নিশ্চিত হবেন। যদি বিচ্ছেদ হয় তবে আমি সকলকে প্রথম জানাব।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.