সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কখনও বাপ্পার বিসর্জনের প্রাকলগ্নে গোবিন্দার সঙ্গে সুনীতার নাচ, আবার কখনও বা সমুদ্র সৈকতে এক ছাতার তলায় দাঁড়িয়ে গণপতিকে বিদায়, ছবিশিকারিদের সাক্ষী রেখেই দাম্পত্যে ফাটল ধরার জল্পনা ওড়ালেন বলিউডের তারকাদম্পতি।
দীর্ঘ ৩৭ বছরের দাম্পত্যে নাকি এবার পাকাপাকি যতিচিহ্ন পড়তে চলেছে? বিবাহবিচ্ছেদের পথে হাঁটতে চলেছেন গোবিন্দা-সুনীতা! এহেন জল্পনায় দিন কয়েক ধরেই যখন সরগরম বলিউড, তখন এমন আবহেই গণপতি উৎসবে একফ্রেমে ধরা দিয়ে সব জল্পনা নস্যাৎ করলেন তারকাদম্পতি। পুজোর আসরে আগেই রং মিলান্তি পোশাকে ধরা দিয়েছিলেন তাঁরা। আর বৃহস্পতিবার রাতে একসঙ্গে বাপ্পাকে বিদায় জানালেন গোবিন্দা-সুনীতা। আহুজা পরিবারের গণপতি বিসর্জনের সেসব ক্যামেরাবন্দি মুহূর্ত বর্তমানে নেটভুবনে চর্চার শিরোনামে। বিদায়ী উৎসবেও শ্বেতশুভ্র রং মিলান্তি পোশাকে প্রেম জাহির করতে দেখা গেল বলিউডের ‘হিরো নম্বর ওয়ান’ এবং তাঁর ‘বিবি নম্বর ওয়ান’কে।
View this post on Instagram
ভাইরাল ভিডিওতে দেখা গেল, গোবিন্দাপুত্র যশবর্ধন আহুজা মূর্তি কোলে গাড়িতে উঠছেন। বাড়ির বাইরে তখন পাপারাজ্জিদের ক্যামেরার সামনেই হাসিমুখে একে-অপরের সঙ্গে তাল মিলিয়ে নাচছেন গোবিন্দা-সুনীতা। বিসর্জনে গিয়েও পাশাপাশি দাঁড়িয়ে যাবতীয় নিয়ম পালন করলেন তাঁরা। আর সেসব দেখেই অনুরাগীদের মন্তব্য, ‘গণপতির আশীর্বাদেই হয়তো তাঁদের দাম্পত্যের দূরত্ব ঘুচল!’
View this post on Instagram
প্রসঙ্গত, চলতি বছরের গোড়া থেকেই গোবিন্দা-সুনীতার ডিভোর্সের গুঞ্জন বলিপাড়ায়। সম্প্রতি গোবিন্দাপত্নীর ভ্লগ থেকেই সেই বিতর্কের স্ফুলিঙ্গ আবারও জ্বলে উঠেছে। মন্দিরের বারান্দায় বসে দাম্পত্যযন্ত্রণার কথা ভাগ করে নিয়েছিলেন সুনীতা আহুজা। আর সেই ভিডিও দাবানল গতিতে ভাইরাল হতেই বলিউড মাধ্যম সূত্রে জানা যায়, গোবিন্দার বিরুদ্ধে নাকি বান্দ্রা আদালতে পরকীয়া ও গার্হস্থ্য হিংসার অভিযোগ জানিয়ে ডিভোর্সের মামলা দায়ের করেছেন সুনীতা। আদৌ কি তাই? স্ত্রীকে পাশে নিয়েই পুজোর আসরে সম্প্রতি এর জবাব দিয়েছেন গোবিন্দা। অভিনেতার কথায়, “বাপ্পার আশীর্বাদে পরিবারের সমস্ত কঠিন সময় দূর হয়, উনি সব দুঃখ-দুর্দশা ভুলিয়ে দেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমরা যেন পরিবারের সকলে আরও জুড়ে জুড়ে থাকি। আপনারা যশ-টিনার জন্য প্রার্থনা করবেন একটু।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.