Advertisement
Advertisement

Breaking News

Diljit Dosanjh

‘ভবিষ্যতে দিলজিৎকে কোনও বলিউড ছবিতে যেন না নেওয়া হয়’, কড়া ব্যবস্থা নিচ্ছে ফেডারেশন!

প্রযোজকের অনুরোধে 'বর্ডার ২'-এর ক্ষেত্রে ছাড়পত্র পেলেও পাঞ্জাবি তারকাকে নিয়ে বলিউডে ঝড়।

Film body lifts ban on Diljit Dosanjh, Ashoke Pandit vows not to cast him in future
Published by: Sandipta Bhanja
  • Posted:July 3, 2025 7:22 pm
  • Updated:July 3, 2025 7:22 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বয়কটের ফাঁড়া কাটিয়ে সবে ‘বর্ডার ২’ সিনেমার শুটিং শুরু করেছেন। আর এর মাঝেই পাঞ্জাবি তারকাকে নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিল বলিউডের ফিল্মি সংগঠন। ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ-এর অন্যতম সদস্য তথা পরিচালক অশোক পণ্ডিতের কড়া হুঁশিয়ারি, “ভবিষ্যতে যেন দিলজিৎকে কোনও বলিউড ছবিতে না নেওয়া হয়।”

বলিউড সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে ফেডারেশন সভাপতি বিএন তিওয়ারির সাফ জানিয়েছেন যে, টি সিরিজের কর্ণধার ভূষণ কুমার অনুরোধ করেছিলেন বলেই ‘বর্ডার ২’ সিনেমায় শুটিং করার ছাড়পত্র দেওয়া হয়েছে দিলজিৎ দোসাঞ্ঝকে। তাই আপাতত ওঁর উপর থেকে নিষেধাজ্ঞা সরিয়ে নেওয়া হয়েছে। তবে বিতর্ক এখানেই থামেনি। এবার পরিচালক অশোক পণ্ডিত যিনি দীর্ঘদিন ধরেই বলিউডের ফিল্মি সংগঠনের অন্যতম অভিভাবক, তিনি ফেডারেশনকে লিখিত চিঠি দিয়ে আর্জি জানিয়েছেন, “এবার ছাড় পেলেও ভবিষ্যতে দিলজিৎকে কোনও বলিউড ছবিতে যেন কাস্ট না করা হয়।” অতঃপর পাকিস্তানি তারকাদের সঙ্গে সর্দারজি ৩ ছবিতে অভিনয় করার জন্য যে অভিনেতা-গায়কের বিরুদ্ধে আরও কড়া ব্যবস্থা নিচ্ছে ফেডারেশন, তা বেশ বোঝা যাচ্ছে। অশোকের হুঁশিয়ারি, “ভবিষ্যতে যদি কেউ দিলজিৎ দোসাঞ্ঝের সঙ্গে কাজ করেন, তাহলে সেক্ষেত্রে ফেডারেশন কিন্তু অসহযোগিতার পথে হাঁটবে।”

পাকস্তানি শিল্পীদের সঙ্গে অভিনয় করায় ফিল্মি দুনিয়ায় রীতিমতো কোণঠাসা দিলজিৎ দোসাঞ্ঝ! পাঞ্জাবি পপস্টার তথা অভিনেতার ‘সর্দারজি ৩’ ছবির রিলিজ নিয়ে দেশজুড়ে গেল গেল রব। তাঁর দেশপ্রেম নিয়েও প্রশ্ন তোলেন সমালোচকরা! শুধু তাই নয়, বিজেপিপন্থী ফিল্ম সংগঠন ‘চিত্রপট কামগর অঘোরী’র তরফেও দিলজিৎ দোসাঞ্ঝকে বয়কট করার দাবি তোলা হয়। চলতি বিতর্কের মাঝেই শোনা যায়, একাধিক পাক তারকাদের সঙ্গে অভিনয় করায় নাকি দেশাত্মবোধক সিনেমা ‘বর্ডার ২’ থেকে বাদ পড়েছেন দিলজিৎ। তবে সদ্য সেই ছবির সেট থেকে ভিডিও শেয়ার করে সেই জল্পনাযজ্ঞে জল ঢালেন অভিনেতা। ভিডিওতে দেখা গেল, সেনা আধিকারিকের পোশাক পরে ভ্যানিটি ভ্যান থেকে বেরচ্ছেন দিলজিৎ দোসাঞ্ঝ। মাথায় নীল পাগড়ি। তারপরই করজোরে সেটে একাংশের সঙ্গে কুশলমঙ্গল বিনিময় করে নিলেন তিনি। সেখানেই দিলজিৎকে মন দিয়ে চিত্রনাট্যও পড়তে দেখা যায়।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement