Advertisement
Advertisement
AR Rahman

চেন্নাইয়ের কনসার্টে চূড়ান্ত বিশৃঙ্খলা-ধুন্ধুমার! রহমানের উপর রেগে কাঁই ভক্তরা

কতটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল এদিন? দেখুন সেই ভিডিও।

Fans slam AR Rahman for ‘badly-organised’ concert in Chennai | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:September 11, 2023 12:38 pm
  • Updated:September 11, 2023 12:38 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এআর রহমান (AR Rahman) ভক্তদের কাছে ঈশ্বরসম। যাঁর সুরের মুর্ছনায় মাতোয়ারা গোটা দেশ, সেখানে এইপ্রথমবার রহমানের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করলেন অনুরাগীরা। তাঁর চেন্নাইয়ের কনসার্টে চূড়ান্ত বিশৃঙ্খলা-ধুন্ধুমার। শো দেখতে গিয়ে বিপাকে বহু শ্রোতা-অনুরাগী। সে এক ভয়ংকর কাণ্ড! রবিবার রহমানের চেন্নাইয়ের কনসার্ট যেন তাঁদের কাছে দুঃস্বপ্নের মতো ঠেকল।

Advertisement

১০ সেপ্টেম্বর চেন্নাইয়ের শহরতলী ইস্ট কোস্ট রোডের আদিত্যরাম প্যালেস সিটিতে সন্ধেবেলা আয়োজিত হয়েছিল রহমানের কনসার্ট (AR Rahman Chennai Concert)। অস্কারজয়ী গায়কের লাইভ অনুষ্ঠানের সাক্ষী থাকতে হাজির হন হাজার হাজার ভক্ত। অনেকেই বিকেল ৪টের সময়ে যথাস্থানে হাজির হয়ে যান, কিন্তু এত আগে গিয়েও সিট পাননি বলে অভিযোগ। কতটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল এদিন? গোটা ঘটনার ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে ক্ষোভপ্রকাশ করেছেন অনুরাগীরা।

[আরও পড়ুন: ‘মালিক’-এর ‘জওয়ান’ দেখে উল্লাস KKR ব্রিগেডের! ‘তোমাদের মতো ছক্কা হাঁকাব’ পালটা শাহরুখের]

এক ভক্তের আক্ষেপ, ২ হাজার টাকার টিকিট কেটেও কনসার্টে ঢুকতে পারেননি তিনি। বেশ কিছু ভিডিওয় দেখা গিয়েছে, অনুষ্ঠানের গেটের সামনে জনঅরণ্য। যে ভীড়ে চিড়ে-চ্যাপ্টা হয়ে যাওয়ার জোগাড় অনেকের! আসলে রহমানের কনসার্টে টিকিটের দাম অনুযায়ী দু’ধরনের গেট ছিল- সিলভার গেল ও গোল্ডেন গেট। একেবারে ছোট্ট গলির মধ্যে ছিল প্রবেশদ্বার। তাও আবার সেটা পার্কিং লট থেকে ২ কিলোমিটার দূরে। অনেকে সিট পাননি, চড়া দামে টিকিট কেটেও ফিরে গিয়েছেন ভগ্নহৃদয়ে…! শুধু তাই নয়, অনুষ্ঠান শেষ হওয়ার পর ছোট্ট গলি দিয়ে ৫০ হাজার লোক যখন বেরচ্ছিলেন তখনও ঠেলাঠেলি, ধাক্কাধাক্কিতে চূড়ান্ত বিশৃঙ্খলার সৃষ্টি হয়। সবমিলিয়ে রহমানের চেন্নাই কনসার্ট এখন নেটপাড়ার চর্চায়। এমন অব্যবস্থার জন্য মারাত্মক ক্ষুব্ধ অনুরাগীরা।

[আরও পড়ুন: ৪ দিনেই ৪০০ কোটির ক্লাবে ‘জওয়ান’, বক্স অফিসে সব রেকর্ড ভেঙে খানখান শাহরুখের!]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement