Advertisement
Advertisement
SRK Birthday

Shah Rukh Khan: আবেগের নাম শাহরুখ খান, ভক্তদের উচ্ছ্বাসের জোয়ারে জন্মদিন শুরু বাদশার, দেখুন ভিডিও

মন্নতের ছাদে একেবারে চেনা ছন্দে অনুরাগীদের দেখা দিলেন বলিউড বাদশা।

Fans gather outside and wishes Shah Rukh Khan Happy Birth Day in style | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:November 2, 2022 9:10 am
  • Updated:November 2, 2022 4:49 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাজার হাজার মোবাইলের ফ্ল্যাশ লাইট। আতস বাজির রোশনাই। ফ্যানেদের চিল চিৎকার। জন্মদিনের শুরুটা এভাবেই হল তাঁর। বলিউড বাদশা বলে কথা! মন্নতের ছাদে একেবারে চেনা ছন্দে অনুরাগীদের দেখা দিলেন শাহরুখ খান (Shah Rukh Khan)। 

Advertisement

SRK-Mannat

২ নভেম্বরের এই দিনটা যেন শাহরুখ খানের অনুরাগীদের কাছে উৎসব। এবার আবার ‘পাঠান’ হিসেবে বড়পর্দায় কামব্যাক করবেন শাহরুখ। তা নিয়ে চূড়ান্ত উন্মাদনা রয়েছে। দু’দিন আগে থেকেই মন্নতের সামনে ভিড় জমতে শুরু করেছিল। একবার অন্তত বলিউডের রোম্যান্স কিং দেখা দেবেন বাড়ির ছাদে। এই আশা ছিল অনুরাগীদের। 

[আরও পড়ুন: ‘শুধু আমার গার্লফ্রেন্ডের অপমান নয়, প্রত্যেকটা মেয়ের অপমান’, হিরণকে কড়া জবাব দেবের]

নিজের ‘জাবড়া ফ্যান’দের কখনও নিরাশ করেন না কিং খান। মাঝরাতেই মন্নতের ছাদে এসে হাজির হন তিনি। সঙ্গে ছিল ছোট ছেলে আব্রাম। বাবার অনুরাগীদের ভালবাসার সাক্ষী থাকল সে। প্রিয় নায়ককে দেখেই উচ্ছ্বাসে ফেটে পড়েন অনুরাগীরা। প্রত্যেকেই মোবাইল ক্যামেরায় এই মুহূর্ত ধরে রাখতে চাইছিলেন। ক্যামেরার ফ্ল্যাশে চোখ ধাঁধিয়ে যাওয়ার অবস্থা হয়েছিল। তার মধ্যেই আকাশে ছড়িয়ে পড়ে আতসবাজির রোশনাই। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

অনুরাগীদের এই ভালবাসা হাসিমুখে গ্রহণ করেন শাহরুখ। প্রতিবারের মতোই ছাদের রেলিংয়ে উঠে পড়েন। কখনও নিজের ভক্তদের দিকে উড়ন্ত চুম্বন ছুঁড়ে দেন, কখনও হাতজোড় করে তাঁদের এই উচ্ছ্বাসের প্রতি সম্মান জানান। তবে কিনা শাহরুখ খান বলে কথা, একবার তো বাহু প্রসারিত করা সেই চেনা পোজ দেখার ইচ্ছে তো জাগে! নিরাশ করেননি বলিউড বাদশা। প্রথমে অনুরাগীদের ইশারায় জানান, তাঁদের সকলের জন্য কিছু করতে চলেছেন। তারপরই একেবারে চেনা মেজাজে বাহু প্রসারিত দেন সকলের জন্য। এভাবেই বাদশাহী মেজাজে জন্মদিন শুরু করলেন বলিউডের রোম্যান্স কিং। বাদশার জন্মদিনে তাঁর কামব্যাক ছবি ‘পাঠান’-এর (Pathaan) টিজারের অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা। এমন পরিস্থিতিতেই আবার প্রকাশ্যে এসেছে ছবির শুটিংয়ের নতুন একটি ছবি। সারাটা দিন ছিমছামভাবেই কাটাবেন শাহরুখ। শোনা গিয়েছে, তাজ হোটেলে কেক কাটবেন তিনি। আর বন্ধু-অনুরাগীদের সঙ্গে দেখা করবেন। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

[আরও পড়ুন: শাহরুখের জন্মদিনে যশরাজের বিশেষ উপহার, ফের মুক্তি পাচ্ছে ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement