Advertisement
Advertisement
Raktabeej 2 Nusrat Jahan

৫ বছর বাদে মিমির সঙ্গে একফ্রেমে, ‘রক্তবীজ ২’ নিয়ে নুসরতের ভবিষ্যদ্বাণী, ‘পুজোর পর্দায় বোমা ফাটবে’

'রক্তবীজ ২'-এর টিজারে একঝলকেই 'বোনুয়া' জুটি উন্মাদনার পারদ চড়িয়েছে। কী বলছেন অভিনেত্রী?

Fan goes gaga over Nusrat-Mimi's look in Raktabeej 2 teaser, Nusrat Jahan reacts
Published by: Sandipta Bhanja
  • Posted:July 23, 2025 3:49 pm
  • Updated:July 23, 2025 5:56 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুধবার সকাল থেকেই ইউটিউব, ইনস্টাগ্রাম-সহ সমস্ত সোশাল মিডিয়া উইন্ডোজ-এর দখলে! ‘রক্তবীজ ২’ ছবির পয়লা ঝলক প্রকাশ্যে এনে সাড়া ফেলে দিয়েছেন নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়। তদন্তকারী অফিসার ‘পঙ্কজ সিংহে’র চরিত্রে বন্দুকধারী আবির চট্টোপাধ্যায়, সন্ত্রাসবাদী ধরার ফাঁকে থাইল্যান্ডের সৈকতে পুলিশ অফিসার ‘সংযুক্তা’র বিকিনি বিলাস, ‘আইটেম গার্ল’ নুসরত জাহান, ‘আয়েষা’ কৌশানী মুখোপাধ্যায় থেকে ‘ভিলেন’ অঙ্কুশ হাজরা, টিজারেই একাধিক চমক দিলেন টলিপাড়ার ‘হিটমেশিন’ পরিচালকদ্বয়। ‘রক্তবীজ’ সিক্যুয়েল যে পুজোর বক্স অফিসে দখল নিতে চলেছে, তা দর্শক-অনুরাগীদের এহেন বিপুল উন্মাদনা দেখেই বেশ বোঝা গেল। উল্লেখ্য, এই সিনেমার সুবাদেই বছর পাঁচেক বাদে একফ্রেমে ধরা দিলেন মিমি-নুসরত। ‘বোনুয়া’ অনুরাগীদের জন্য যে এ এক পরমপ্রাপ্তি, তা বলাই বাহুল্য।

Advertisement

নুসরত জাহান যে ‘রক্তবীজ ২’তে এক বিশেষ চরিত্রে অভিনয় করছেন, সেখবর আগেই মিলেছিল। এবার টিজার উন্মোচনের পর মিমি-নুসরত জুটিকে নিয়ে উন্মাদনার পারদ আরও চড়ল। গুঞ্জন, এক দৃশ্যে পুলিশ অফিসার সংযুক্তা ওরফে মিমি চক্রবর্তী নুসরত জাহানের হাত ধরে তাঁকে কোনও এক বিপদসঙ্কুল পরিস্থিতি থেকে বাঁচাবেন! আর সেই লাখ টাকার সিকোয়েন্স দেখার অপেক্ষাতেই দর্শকদের আর তর সইছে না। টিজার দেখেই সিনেমার জন্য দর্শকদের চাতকপাখির দশা, সিনেমা মুক্তি পেলে যে পুজোর বক্স অফিসে আবারও একটা রেকর্ড গড়বে উইন্ডোজ, সেই আন্দাজ এখন থেকেই করা যায়। মিমির বিকিনি লুক দেখে ইতিমধ্যেই নেটপাড়ার মত, ‘বলিউডের যদি কিয়ারা আডবানি কিংবা দীপিকা পাড়ুকোন থাকে, তাহলে আমাদের একজন মিমি চক্রবর্তী রয়েছেন।’ অন্যদিকে নুসরত জাহানের একঝলক অনুরাগীদের প্রত্যাশার পারদ চড়িয়েছে। কী বলছেন অভিনেত্রী এপ্রসঙ্গে?

উচ্ছ্বসিত নুসরতের মন্তব্য, “শুধুমাত্র একঝলক দেখেই দর্শকরা হতবাক হয়ে পড়েছেন। কিন্তু ‘পিকচার অভি বাকি হ্যায়’! বাকিটা দেখার জন্য দর্শকদের আরেকটু অপেক্ষা করতে হবে। তবে আমরা এটুকু নিশ্চিত করে বলতে পারি যে এই অপেক্ষার পর দারুণ একটা সারপ্রাইজ পেতে চলেছেন তাঁরা। এর থেকে বেশি এখনই কিছু বলব না। আমি ভীষণ উচ্ছ্বসিত। এই দুর্গাপুজোয় উইন্ডোজ একটা দারুণ চমক নিয়ে আসতে চলেছে। আর ‘রক্তবীজ ২’ -এর অংশ হতে পেরে আমি খুব খুশি। পুজোর পর্দায় বোমা ফাটবে!”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ