Advertisement
Advertisement
Subhashree Ganguly

প্রথমবার খল চরিত্রে শুভশ্রী, কৌশিকের সঙ্গে ‘হাসতে হাসতে খুন করা’র রহস্য ফাঁস!

কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরবর্তী থ্রিলার ছবিতে মহাচমক!

Exclusive: Subhashree Ganguly in Kaushik Ganguly's next thriller film
Published by: Sandipta Bhanja
  • Posted:September 17, 2025 3:10 pm
  • Updated:September 17, 2025 4:58 pm   

বিদিশা চট্টোপাধ্যায়: পুজো রিলিজের ‘হল দখলে’র সোশাল লড়াইয়ে মঙ্গলবার আচমকাই নেটভুবনে ঝড় তোলে কৌশিক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের একটি ছবি। হাতে ছোরা। মুখে অট্টহাসি। ক্যাপশনে লেখা- ‘হাসতে হাসতে খুন করে দেব।’ পরিচালক-অভিনেত্রীর এহেন ফ্রেম দেখেই টলিপাড়ার অন্দরে গুঞ্জন শুরু হয়, ‘নিশ্চয়ই দুই গঙ্গোপাধ্যায় এবার নতুন কোনও অ্যাডভেঞ্চারের ফন্দি আঁটছেন!’ অল্পবিস্তর আভাস আগেই মিলেছিল যে ‘ধূমকেতু’, ‘গৃহপ্রবেশ’-এর পর ফের একবার কৌশিকের সঙ্গে কাজ করতে চলেছেন শুভশ্রী। এবার তাঁদের ‘হাসতে হাসতে খুন করা’র রহস্য ফাঁস!

Advertisement

সূত্রের খবর, নতুন থ্রিলার ছবিতে হাত দিয়েছেন কৌশিক গঙ্গোপাধ্যায়। আর সেখানেই খল চরিত্রে দেখা যাবে শুভশ্রীকে। ক্যাপশনেই লেখা যে, তিনি এবার হাসতে হাসতে খুন করে দেবেন! তাহলে কি ‘খুনি’র চরিত্রে অভিনেত্রীকেই দেখা যাবে? সেই উত্তর আপাতত সময়ের গর্ভে তোলা থাকলেও জানা গেল, শোনা যাচ্ছে কৌশিকের পরবর্তী ছবির অন্যতম সঙ্গী হতে চলেছেন রুদ্রনীল ঘোষ। পরিচালক নিজেও এই ছবিতে থাকছেন এক গুরুত্বপূর্ণ ভূমিকায় । বিশেষ ভূমিকায় দেখা যাবে কৌশিক সেনও, এমনটাই গুঞ্জন। সব ঠিক থাকলে পুজোর পর কিংবা বছরশেষে টিম নিয়ে ঝাঁপিয়ে পড়বেন শুটিংয়ে। ঝাড়খণ্ড বা উত্তরবঙ্গের বিভিন্ন লোকেশনে শুটিং হওয়ার কথা। যদিও ছবির নাম এখনও ঠিক হয়নি, তবে জানা গেল, এই সিনেমায় দর্শকদের জন্য বড়সড় চমক অপেক্ষা করে রয়েছে।

 

শুভশ্রী গঙ্গোপাধ্যায় যে টলিউডের ‘লম্বা দৌড়ের ঘোড়া’, সেটা বললেও বর্তমানে অত্যুক্তি হয় না। একের পর এক ভিন্ন চরিত্রে তাক লাগিয়ে দিচ্ছেন। অভিনেত্রীর ঝুলিতেও বর্তমানে ডাকসাইটে সব ছবির চরিত্র। একদিকে সৃজিত মুখোপাধ্যায়ের ‘লহ গৌরাঙ্গের নাম রে’, অন্যদিকে ‘রায়বাঘিনী ভবশঙ্করী’, দুই পিরিয়ড ড্রামার বাঘা চরিত্রে দেখা যাবে তাঁকে। উপরন্তু তাঁর ‘গৃহপ্রবেশ’ পারফরম্যান্স বহুল প্রশংসিত হয়েছে সিনেসমালোচক থেকে দর্শকমহলে। গত আগস্টে মুক্তিপ্রাপ্ত ‘ধূমকেতু’তেও নজর কেড়েছেন। সবমিলিয়ে টলিপাড়ার অন্যতম শশব্যস্ত তারকা বর্তমানে শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তবে কেরিয়ারে বৃহস্পতি তুঙ্গে থাকলেও কাজে কোনও ফাঁক রাখেন না। অর্থাৎ দর্শকরা তাঁকে যে পরিমাণ ভালোবাসা দেন, তিনিও ততটাই উপহার দেওয়ার চেষ্টা করেন। পরবর্তী কাজের ক্ষেত্রেও যে তার ব্যতিক্রম হয়নি, তার প্রমাণ ‘অনুসন্ধান’-এর ছোট্ট ঝলক। যে সিরিজে সাংবাদিকের ভূমিকায় দেখা যাবে শুভশ্রীকে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ