সুলয়া সিংহ: গোটা ভুবন এখন ভুবনেই মত্ত। বীরভূমের বাদামকাকুর উপস্থিতি এখন দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও। লন্ডন থেকে লাস ভেগাস, অস্ট্রেলিয়া থেকে তানজানিয়া- ভুবন বাদ্যকরের (Bhuban Badyakar) গানের জাদুতে বুঁদ আট থেকে আশি! দেশি-বিদেশি সেলিব্রিটিরাও তাঁর বাদাম গানে নাচতে ব্যস্ত। মাথায় গামছা বেঁধে, সাইকেলে ঝুড়ি চাপিয়ে যিনি বীরভূমের ছোট গ্রামে গান গেয়ে বাদাম বেঁচতেন! রাতারাতি তিনি হয়ে উঠেছেন সোশ্যাল মিডিয়া সেনসেশন। আর ভুবন! তাঁর জীবনেও এসেছে বিপুল পরিবর্তন। কালো রঙের ঝলমলে ব্লেজারে এখন তিনি রকস্টার। কলকাতার এক পাঁচতারা হোটেলের নাইটক্লাবে পারফর্ম করলেন ভুবন। আর তাঁর সেই কাঁচা বাদামের (Kancha Badam) ছন্দে কোমর দোলালেন টলিপাড়ার তারকারাও। ভুবন বুঝিয়ে দিলেন, গোটা দুনিয়া তাঁর কাঁচা বাদামেই আটকে রয়েছেন! তবে তিনি এখানেই থেমে থাকছেন না। ‘জয় রাধে’ বলে আবারও গান বাঁধতে ব্যস্ত। যা প্রথম শোনালেন ‘সংবাদ প্রতিদিন ডিজিটাল’কে।
ভুবন বলেছেন, তিনি আর বাদাম বেঁচবেন না। লোকজনের ভালবাসায় এখন তিনি সেলিব্রিটি। এবার থেকে গানই গাইবেন। একের পর এক গান বাঁধবেন আর সেই গানেই মানুষের মন জিতে নেবেন। কাঁচা বাদামের পর নতুন গানও তৈরি ভুবনের। তবে সেই গানের খোঁজ এখনও পায়নি কেউ। ঠিক এই সময়ই ভুবনকে ধরে ফেলল ‘সংবাদ প্রতিদিন ডিজিটালে’র ক্যামেরা। ভুবন শোনালেন তাঁর নতুন গান। তাঁর আশা, মানুষের ভালবাসায় এই গানটিও একইরকম ভাবে জনপ্রিয় হবে।
শুনে নিন ভুবন বাদ্যকরের নতুন সেই গান। শুধুমাত্র সংবাদ প্রতিদিন ডিজিটালে।
শুক্রবার ভুবনের গান শুনতে পাঁচতারা হোটেল হাজির হয়েছিলেন অভিনেত্রী দর্শনা বণিক। ভুবনকে পাশে পেয়ে কাঁচা বাদামের সুরে নেচেও ওঠেন তিনি। বাদ পড়েননি ছোটপর্দার চেনা মুখ নীল ভট্টাচার্যও। ভুবনকে মধ্যমণি বানিয়ে ভাইরাল হওয়া নাচের কায়দায় তুমুল নাচলেন তারকারা। ভুবনও দিলেন সঙ্গ। আর নাচ শেষ হতেই ভুবনের মুখে ‘জয় রাধে’!
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.