সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যখন সোশ্যাল মিডিয়ায় যা পোস্ট করুন না কেন উপরি পাওনা হিসাবে এষা গুপ্তাকে নিয়ে আলোচনা হবেই৷ তা সে ভাল কথা হোক কিংবা সমালোচনা৷ বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়েনা এষা গুপ্তার৷ স্বাধীনতা দিবসেও ঘটল ঠিক একইরকম৷ দেশবাসীকে শুভেচ্ছা জানাতে গিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচিত হলেন তিনি৷
গোটা দেশ বৃহস্পতিবার ৭৩তম স্বাধীনতা দিবস পালন করে৷ ঠিক সেই সময় আর পাঁচজনের মতো প্রাক্তন মিস ইন্ডিয়াও দেশবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান৷ ওই পোস্ট নিয়ে চলছে শোরগোল৷ কিন্তু ঠিক কী পোস্ট করেছিলেন এষা? স্বাধীনতা দিবসে আচমকাই সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা জানালেন বলিউড অভিনেত্রী৷ নিজের টুইটার হ্যান্ডেলে শেয়ারও করে ফেলেন সেই পোস্ট।
এরপরই উঠেছে সমালোচনার ঝড়৷ স্বাধীনতা এবং সাধারণতন্ত্র দিবস কীভাবে গুলিয়ে ফেললেন বলিউড অভিনেত্রী, সেই প্রশ্নই তুলছেন নেটিজেনরা৷ যিনি স্বাধীনতা এবং সাধারণতন্ত্র দিবসের ফারাক জানেন না তাঁকে কীভাবে ২০০৭ সালে মিস ইন্ডিয়ার শিরোপা দেওয়া হল, সেই প্রশ্ন করতেও ছাড়েননি নেটিজেনদের একাংশ। অনেকেই আবার ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দিয়েছেন কোনটি স্বাধীনতা দিবস এবং সাধারণতন্ত্র দিবসের ইতিহাসও৷
Esha Gupta won the MISS INDIA title in 2007, can tell you that those judges really messed up in selecting the rightful winner
— Dr. Bewda Rick (@SavageRaptor7)
Happy independence day and Republic day
— Mr Bean (@IndianBean_)
Esha gupta :-
নেটদুনিয়ার আক্রমণ সামাল দিতে নিজেই ময়দানে নেমে পড়েছেন এষা৷ অভিনেত্রীর দাবি, তাঁর টুইট অ্যাকাউন্ট নাকি হ্যাক করা হয়েছে৷ তিনি নিজে নন, যে হ্যাক করেছে সেই এভাবে স্বাধীনতা দিবসে সাধারণতন্ত্র দিবস নিয়ে টুইট করে৷ ওই বিতর্কিত টুইটটি রিটুইট না করারও আবেদন জানিয়েছেন এষা৷
Account hacked please don’t open or respond to any DM through this account. Thanks
— Esha Gupta (@eshagupta2811)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.