সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি বছরের ‘ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ মেলবোর্ন’ শুরু হচ্ছে আগামী ১৪ আগস্ট। চলবে ২৪ আগস্ট পর্যন্ত। এবারে দুই বাংলার বেশ কয়েকটি বাংলা ছবি প্রদর্শিত হবে। সমসাময়িক ও ক্লাসিক – দু’ধরনের ছবিই রয়েছে প্রদর্শনীর তালিকায়। তার মধ্যে উল্লেখযোগ্য পরিচালক তনুশ্রী দাস ও সৌমানন্দ সাহির ‘বাক্স বন্দি’। এই ছবিতে প্রধান চরিত্রে রয়েছেন কান পুরস্কার বিজয়ী বঙ্গকন্যা তিলোত্তমা সোম। এছাড়াও রয়েছেন চন্দন বিশত, সায়ন কর্মকার, সুমন সাহা। এক নারীর জীবন সংগ্রামের কাহিনি দেখাবে এই ছবি।
মেলবোর্নের চলচ্চিত্র উৎসবে দেখানো হবে পরিচালক সুমন ঘোষের সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘পুরাতন’। যে ছবিতে প্রধান চরিত্রে রয়েছেন শর্মিলা ঠাকুর, ঋতুপর্ণা সেনগুপ্ত, ইন্দ্রনীল সেনগুপ্ত প্রমুখ।
তালিকায় রয়েছে প্রমিতা ভৌমিকের ছবি ‘অহনা’। এই সিনেমায় অভিনয় করেছেন সুদীপ্তা চক্রবর্তী, জয় সেনগুপ্ত, সেঁজুতি রায় মুখোপাধ্যায় প্রমুখ। ঋত্বিক ঘটকের জন্মশতবর্ষ উপলক্ষে তাঁর দুটি ছবির রেস্টোর্ড ভার্সান, ‘তিতাস একটি নদীর নাম’ এবং ‘মেঘে ঢাকা তারা’ প্রদর্শিত হবে।
বাংলাদেশের পরিচালক মাকসুদ হোসেনের ছবি ‘সাবা’ও রয়েছে প্রদর্শনীর তালিকায়। প্রধান মুখ মেহজবিন চৌধুরী। এছাড়া নুহাস হুমায়ুন পরিচালিত, জয়া আহসান, মোশাররফ করিম অভিনীত সিনেমা ‘দুই শ’ দেখানো হবে ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ মেলবোর্নে। ঘরানায় ছবিটি সুপার ন্যাচারাল থ্রিলার। তবে শুধু বাংলা ছবি নয়, কোকোব গেব্রেহাওয়েরিয়া পরিচালিত ‘আ ডল মেড আপ অফ ক্লে ফ্রম ইওরুবা’, একটি ক্রস কালচারাল শর্ট ফিল্ম এবং আমেরিকার ছবি ‘এলিজা’, যার পরিচালনায় রাজিদ সিজন, তাও দেখানো হবে। এই দুটি সিনেমা নিয়েও দর্শকদের আগ্রহ রয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.