'ডাঙ্কি'র শোয়ে হলে দেদার আতসবাজি পোড়ালেন শাহরুখ ভক্তরা (ছবি- এক্স হ্যান্ডেল)
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২১ ডিসেম্বর। মুক্তি পেল ‘ডাঙ্কি’ (Dunki)। সেই কাকভোর থেকেই বাদশা-বন্দনা শুরু। মুম্বইয়ের গেইটি গ্যালাক্সিতে ভোর ৫.৫৫ তে শোয়ে যা খেল দেখালেন শাহরুখ খানের (Shah Rukh Khan) ভক্তরা, সেসব ক্যামেরাবন্দি মুহূর্তরা বর্তমানে নেটপাড়ায় ভাইরাল।
গেইটি গ্যালাক্সি মুম্বইয়ের সেই সিঙ্গল স্ক্রিন থিয়েটার যেখানে একটানা দু’দশক ধরে শাহরুখের ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ দেখিয়ে রেকর্ড গড়েছিল। আর সেই প্রেক্ষাগৃহেই ‘ডাঙ্কি’র ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে গিয়ে দর্শক অনুরাগীদের উচ্ছ্বাস যেন কিছুতেই বাঁধ মানছে না। কিং খানের বিশাল কাটআউটের সামনে
ঢোল-তাসার তালে দেদার নাচ তো বটেই পাশাপাশি আতসবাজিও পোড়ালেন তাঁরা। শুধু তাই নয়, ‘ডাঙ্কি’ চলাকালীন ‘লুট পুট গয়া’ গান শুরু হতেই গোটা হল নেচে উঠল। এমন উন্মাদনা চাক্ষুষ না করলেই নয়!
Christmas came early as we are here to celebrate our Santa’s bestest present to all of us- Dunki!!!! 5:55am celebration at in unique Christmas style! 🔥❤️🎄
— Shah Rukh Khan Universe Fan Club (@SRKUniverse)
Its MASS HYSTERIA at as KING KHAN’s next mega blockbuster is in cinemas now!! 👑
— Shah Rukh Khan Universe Fan Club (@SRKUniverse)
পাঠান’, ‘জওয়ান’-এর পর এবার ‘ডাঙ্কি’র খেলা দেখানোর পালা! তেইশে এমনিতেই শাহরুখ খানের বৃহস্পতি তুঙ্গে। আট মাসের ব্যবধানে দু দুটো ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়েছেন তিনি। বছরের শেষে এবার ‘ডাঙ্কি’ হিট করলেই ষোলো কলা পূর্ণ। উপরন্তু রাজকুমার হিরানির সঙ্গে শাহরুখের প্রথম সিনেমা, অতঃপর এই ছবি নিয়ে যে ভক্তদের মধ্যে বিশেষ উন্মাদনা থাকবে, তা হলফ করে বলা যায়। এই ছবির মার্কশিটে ব্লকবাস্টার নম্বর তুলতে কোনওরকম কসরত করতে ছাড়েননি কিং খান। এবার দেখার পালা কত নম্বর তুলতে পারে শাহরুখের ‘ডাঙ্কি’।
Celebration of World’s Biggest Star’s latest ATBB at the temple of Indian cinema – ! HISTORIC first ever 5:55AM show for masterpiece 🔥❤️
— Shah Rukh Khan Universe Fan Club (@SRKUniverse)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.