Advertisement
Advertisement

লেডি গাগার সঙ্গে ডুয়েট, নয়া ইনিংস বাপ্পি লাহিড়ীর

অ্যাকনের সঙ্গেও জুটি বেঁধেছেন বাপ্পি লাহিড়ী।

Disco King Bappi Lahiri records two duets with Lady Gaga
Published by: Bishakha Pal
  • Posted:October 23, 2019 4:02 pm
  • Updated:October 23, 2019 5:29 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এ যেন হাতে চাঁদ পাওয়ার মতো ব্যাপার। লেডি গাগার মতো পপ তারকার সঙ্গে গান গাওয়া কি আর ছেলের হাতের মোয়া? তবে চেষ্টা, ভাগ্য আর প্রতিভা থাকলে কী না হয়। আর সেগুলির উপর ভর করেই লেডি গাগার সঙ্গে গান গাওয়ার সুযোগ ছিনিয়ে নিলেন ডিস্কো কিং বাপ্পি লাহিড়ী। মার্কিন পপ গায়িকার সঙ্গে গান গাইলেন তিনি।

Advertisement

একসময় তামাম ভারতবাসী মেতেছিল ডিস্কো কিং বাপ্পি লাহিড়ীর সুরে। ‘রাত বাকি বাত বাকি’, ‘ডিস্কো ডান্সার’, ‘ইয়াদ আ রাহা হ্যায়’-এর মতো গান চার্টবাস্টারে প্রথম সারিতে থাকত। তারপর গ্রাফ আর সেভাবে ওঠেনি বাপ্পি লাহিড়ীর। তবে লেডি গাগার মতো একজন বিশ্বমানের গায়িকার সঙ্গে ডিস্কো কিংয়ের মতো ব্যক্তিত্বকেই রেকর্ডিং স্টুডিও শেয়ার করা মানায়। একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বাপ্পি লাহিড়ী জানিয়েছেন, লেডি গাগার সঙ্গে দু’টি ডুয়েট গেয়েছেন তিনি। গানগুলির ইংরেজি ভার্সন গেয়েছেন গাগা আর হিন্দিটা তিনি গেয়েছেন। সম্ভবত এই বছরের শেষেই মুক্তি পাবে গানগুলি। গায়ক এও জানিয়েছেন, মার্কিন পপ সিঙ্গার অ্যাকনের সঙ্গেও দু’মাস আগে চুক্তিবদ্ধ হয়েছিলেন তিনি। তাঁর সঙ্গেও গান গেয়েছেন। সেটিও খুব শীঘ্রই মুক্তি পাবে।

[ আরও পড়ুন: আত্মঘাতী বোমায় মোদিকে উড়িয়ে দেওয়ার হুমকি পাক অভিনেত্রীর, ভাইরাল ছবি ]

সম্প্রতি লেডি গাগার টুইট নিয়ে সরগরম হয়েছিল সোশ্যাল মিডিয়া। সংস্কৃততে করা ওই টুইটে গাগা লিখেছিলেন,“লোকা সমস্তা সুখিনু ভবন্তু!” বাংলায় যার মানে করলে দাঁড়ায়, “সমস্ত মানুষের জীবনে সুখ আসুক।” মার্কিন পপ গায়িকার ওই টুইটের মন্তব্যে কেউ লেখেন ‘জয় শ্রীরাম’। আবার কেউ বা লেখেন ‘রাধে রাধে’। কেউ আবার শুধু ‘ওম’ লেখেন। লেডি গাগার ভারতীয় ভক্তদের মধ্যে অনেকেই কিন্তু ভাবছিলেন, সংস্কৃত শ্লোক লিখেই বোধহয় কোনও বিশেষ বার্তা দিতে চেয়েছেন তিনি। তাহলে কি এবার সংস্কৃত ভাষায় গানের অ্যালবাম বের করতে চলেছেন এই মার্কিন পপ গায়িকা? প্রশ্ন তুলেছিলেন অনেকে। এই নিয়ে নেটদুনিয়ায় শুরু হয় জোর চর্চা। কিন্তু এবার সেই সংস্কৃত শ্লোকের তাৎপর্য বোঝা গেল। বাপ্পি লাহিড়ীর সঙ্গে গান গাওয়ার আফটার এফেক্টস বোধহয় এই সংস্কৃতে টুইট। যদিও এই নিয়ে ডিস্কো কিং বাপ্পি লাহিড়ী বা পপ গায়িকা লেডি গাগা কেউ মুখ খোলেননি। 

[ আরও পড়ুন: ভারত-বাংলাদেশ ফিল্ম অ্যাওয়ার্ডসে সম্মানিত দুই বাংলার শিল্পীরা, ঢাকা যেন চাঁদের হাট ]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement